Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫,   আষাঢ় ১৮ ১৪৩২

সাহিত্য প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৬, ২২ জানুয়ারি ২০২৪

মৌলভী সৈয়দ কুদরত উল্ল্যাহ বইয়ের মোড়ক উন্মোচন

মৌলভী সৈয়দ কুদরত উল্ল্যাহ বইয়ের মোড়ক উন্মোচন।

মৌলভী সৈয়দ কুদরত উল্ল্যাহ বইয়ের মোড়ক উন্মোচন।

মৌলভী সৈয়দ কুদরত উল্ল্যাহ, যার নাম জড়িয়ে আছে মনু বিধৌত শহুরে জনপদ মৌলভীবাজার প্রতিষ্ঠার সঙ্গে। তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার প্রতিষ্ঠাতা হিসেবে সর্বাধিক পরিচিত। তাঁকে নিয়ে তাই এ জেলার মানুষের আগ্রহেরও কমতি নেই। মৌলভীবাজারে মৌসুফ এ চৌধুরী বিরচিত মৌলভী সৈয়দ কুদরত উল্ল্যাহ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। যে বই পাঠ করলে জানা যাবে, মৌলভী সৈয়দ কুদরত উল্ল্যাহ সম্পর্কে অজানা অনেক তথ্য। 

গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ নজরুল ইসলাম। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান। এ ছাড়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।

বইটি নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামুনুর রশীদ, মোহাম্মদ শাহজাহান, অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, আবদুল খালিক, অধ্যাপক আব্দুল মালিক, সাংবাদিক সরওয়ার আহমদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিন মাসুদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সহ-সভাপতি নূরুল ইসলাম শেফুল, নৃত্য প্রশিক্ষক সাহাব উদ্দিন আহমেদ, শাল্লা উপজেলা পরিষদের প্রাক্তণ ভাইস চেয়ারম্যান মাহবুব সোবাহানি চৌধুরী, লীলানাগ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক খসরু চৌধুরী, কবি জাহাঙ্গীর জয়েস, কবি মুজাহিদ আহমদ, মৌলভী সৈয়দ কুদরত উল্ল্যাহ বইয়ের লেখক মৌসুফ এ চৌধুরী প্রমুখ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়