দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি
খাগড়াছড়িতে মাতৃভাষায় কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান
ছবি- আই নিউজ
খাগড়াছড়িতে "মাতৃভাষা সরোবরে বৈচিত্র্যের গান গাই" এই প্রতিপাদ্যে বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ, জেলা শাখার আয়োজনে মাতৃভাষায় কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের সভাপতি মথুরা বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।
এসময় প্রধান অতিথি বলেন, কবিতার শক্তি অবিনাশী। কবিতা মানুষকে আন্দোলিত করে। সাহস ও শক্তি সঞ্চার করে। সেই অমলিন কবিতা ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম’ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,’র প্রেরণাতেই ত্রিশলক্ষ মানুষের প্রাণ আর দুইলক্ষ মানুষের সম্ভ্রমের বিনিময়ে প্রিয় মাতৃভূমি স্বাধীন হয়েছে।
অনুষ্ঠানের সূচনায় কবিরা তাদের নিজ নিজ মাতৃভাষায় (বাংলা, ত্রিপুরা, চাকমা, মারমা ভাষায়) কবিতা আবৃত্তি করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা কবিতা আবৃত্তি চর্চা ও কবিতার মাহাত্ম এবং কবিতা পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন। আলোচনা সভা শেষে অতিথি কবিদের কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, পার্বত্য জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) জীতেন চাকমা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার, বাংলাদেশ আবৃত্তি সংসদের যুগ্ম সদস্য সচিব বাচিকশিল্পী ফারুক তাহের, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নাহিদ নাজিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সংগঠনের জেলা শাখার সাধার সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ’র জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী ও প্রতিভা ত্রিপুরার যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রামের সুখ্যাত আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী, বনকুসুম বড়ুয়াসহ স্থানীয় আবৃত্তিশিল্পীরা আবৃত্তি পরিবেশনা করেন।
আই নিউজ/এইচএ
- কৃপার শাস্ত্রের অর্থভেদ: বাঙলা ভাষার প্রথম বই
- জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (শেষ পর্ব)
- জীবনানন্দ দাশের কবিতার পাখিরা
- দুঃখের নাগর কবি হেলাল হাফিজ
- সমরেশ মজুমদার এবং ২টি কবিতা
- মাকে নিয়ে লিখা বিখ্যাত পঞ্চকবির কবিতা
- হ্যারিসন রোডের আলো আঁধারি
- পিকলু প্রিয়’র ‘কবিতা যোনি’
- সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা
- গল্পে গল্পে মহাকাশ
মেজোমামা খুব বোকা