Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৯, ২০ মে ২০২০
আপডেট: ১৩:৫০, ২০ মে ২০২০

ওয়াসিমের সকল কথা জুড়েই ছিল বাংলাদেশের প্রতি মুগ্ধতা

মঙ্গলবার (১৯ মে) তামিমের লাইভ শো’তে এসেছিলেন পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি ওয়াসিম আকরাম।

তখন বাংলাদেশের মানুষ, ক্রিকেট, খাবার-দাবারের প্রতি নিজের মুগ্ধতার কথা ব্যক্ত করেন ওয়াসিম। বাংলাদেশের মাছের ঝোলের স্বাদ নাকি এখনো ভুলতে পারেননি তিনি।

মঙ্গলবার তামিমের সাথে শুধু ওয়াসিম আকরাম নয় বাংলাদেশ ক্রিকেটের সাবেক তারকা আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু ও খালেদ মাসুদ পাইলটও যুক্ত ছিলেন।

এক সময় আবাহনীতে বাংলাদেশের ক্লাব ক্রিকেটে এই তিনজনের সাথে খেলতেন ওয়াসীম।

তামিমের সাথে আড্ডায় পাকিস্তানের সাবেক তারকা পেসারের পুরো কথা জুড়েই ছিল বাংলাদেশের প্রতি মুগ্ধতা।

বাংলাদেশের ক্লাব পর্যায়ের খেলাধুলার প্রশংসা করেন ওয়াসীম। তিনি বলেন, “তোমাদের দেশের মতো পাকিস্তানে কিন্তু এ রকম তুমুল উন্মাদনায় ভরপুর ফুটবল, ক্রিকেট, হকির ক্লাব ছিল না।”

তখন বাংলাদেশে খেলতে এসে রীতিমতো অবাক হয়ে গেছিলেন ওয়াসিম। ঘরোয়া ক্রিকেটেও মাঠে ছিল উপচে ভরা দর্শক। যা দেখে বিস্মিত হয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

বাংলাদেশে ক্লাব ক্রিকেট খেলে, এমন ক্রিকেটারদের কাছ থেকে আগে শুনেছিলাম, মাঠ দর্শকপূর্ণ থাকে, এখানে সবাই খেলাটা ভালোবাসে। তবে আমি ভাবতে পারিনি, বাংলাদেশে ক্রিকেট এতো বড় ব্যাপার।’ তামিমের সাথে আড্ডায় এইসকল স্মৃতির কথা জানান ওয়াসিম।

আইনিউজ/এসডিপি
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়