Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:১২, ২২ মে ২০২০

ডায়নামো ড্রেসডেনের আরেক ফুটবলার করোনা আক্রান্ত

গত শনিবার পুনরায় শুরু হয় ফুটবল লিগ বুন্দেসলিগার খেলাগুলো । করোনা  ঝুঁকি থাকা স্বত্ত্বেও লিগ চালু করেছিল তারা ।

শুরুর আগেই দ্বিতীয় বিভাগের (বুন্দেসলিগা-২) ক্লাব ডায়নামো ড্রেসডেনের চারজন ফুটবলার করোনা পজিটিভি ছিল। যে কারণে, পুরো ক্লাবকেই রাখা হয়েছিল কোয়ারেন্টাইনেই। কিন্তু এরই মধ্যে নতুন করে আরো একজন  ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন।

ডায়নামো ড্রেসডেন তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বুধবার পঞ্চমবারের মত ক্লাবের ফুটবলারদের টেস্ট করা হয়। সেখানে নতুন একজনের করোনা শনাক্ত হয়।

ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে, সেই খেলোয়াড়, তার সংস্পর্শে আসা কোচিং স্টাফ, তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে চলে যেতে হবে।

এদিকে ডায়নামো ড্রেসডেনের পক্ষ থেকে বলা হয়েছে চতুর্থ এবং পঞ্চম দফায় টেস্টের পর আক্রান্ত খেলোয়াড় ছাড়া বাকি যাদেরকে নেগেটিভ পাওয়া গেছে, শনিবার থেকে তারা অনুশীলন শুরু করতে পারবে।

গত রোববার হ্যানোভারের সঙ্গে ম্যাচ ছিল ডায়নামো ড্রেসডেনের। কিন্তু কোয়ারেন্টাইনে থাকার কারণে তারা সেই ম্যাচ খেলতে পারেনি। ম্যাচটির জন্য পুনরায় তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ জুন। ৩১ মে স্টুর্টগার্টের বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের।

আইনিউজ /এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়