Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ৩০ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:২৯, ২৪ মে ২০২০

পাকিস্তানি বাঁহাতি ওপেনার তৌফিক ওমর করোনা আক্রান্ত

বর্তমান বিশ্বে মহামারী সৃষ্টিকারী করোনাভাইরাস কাউকেই ছাড়ছে না। সকল ধরণের মানুষকে আক্রান্ত করছে।

পাকিস্তানের বাঁহাতি ওপেনার তৌফিক ওমর। দীর্ঘদিন ধরেই আছেন খেলা থেকে দূরে। এবার করোনা আক্রান্ত করল এই ক্রিকেটারকে।

স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজ বাড়িতেই সেলফ আইসোলেশনে রয়েছেন তৌফিক।  শনিবার রাতে তার পরীক্ষার ফলাফল এসেছে করোনা পজিটিভ । পাকিস্তানের ক্রীড়াঙ্গনে এই প্রথম করোনা হানা দিলো।

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজকে তৌফিক নিজে জানিয়েছেন, ‘গত রাতে (শনিবার) আমি অসুস্থবোধ করায় দেরি না করে পরীক্ষা করিয়ে ফেলি। পরীক্ষার ফল এসেছে পজিটিভ। আমার উপসর্গ তেমন গুরুতর নয়। আমি এখন নিজ বাড়িতেই আইসোলেটেড আছি, সবাই আমার জন্য দোয়া করবেন।’

দেশের হয়ে ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ২২ ওয়ানডে এবং ৪৪ টেস্ট খেলেছেন তৌফিক। সাদা পোশাকে ৭ সেঞ্চুরিতে ২৯৬৩ এবং রঙিন পোশাকে ৭ ফিফটিতে ৫০৪ রান করেছেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়