Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ৩০ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:২২, ২৫ মে ২০২০

ভারতীয় হকির কিংবদন্তি খেলোয়াড় বলবীর সিং আর নেই

মারা গেলেন হকি অলিম্পিকে তিনবার স্বর্ণ জেতা ভারতের কিংবদন্তি খেলোয়াড় বলবীর সিং । গত কয়েক সপ্তাহে তিনবার হার্ট-অ্যাটাক হয়েছিল তার। মোহালির ফোর্টিস হাসপাতালে চিকিৎসা চলছিল সাবেক তারকা এই খেলোয়াড়ের।

সোমবার বলবীর সিংয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

বলবীর ১৯৪৮ সালে লন্ডন অলিম্পিক, ১৯৫২ সালে হেলসিংকি অলিম্পিক ও ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকে ভারতের স্বর্ণ জেতা হকি দলের সদস্য ছিলেন। এর মধ্যে ১৯৫২ সালের অলিম্পিক হকির ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে দলের ৬-১ ব্যবধানের জয়ে একাই পাঁচ গোল করেছিলেন বলবীর, যা এখনো রেকর্ড হিসেবে অটুট আছে।

১৯৭৫ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় হকি দলের কোচ ছিলেন বলবীর। ওই দলের অধিনায়ক অজিত পাল সিং তাকে স্মরণ করে বলেন, “তিনি কঠোর পরিশ্রমী একজন শিক্ষক ছিলেন।” বলবীর ভারতীয় হকির স্বর্ণ যুগের সদস্য।

আইনিউজ /এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়