Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ৩০ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:২৯, ২৫ মে ২০২০

চ্যাম্পিয়ন্স লিগের সেই ম্যাচের ৪১ জন করোনায় মারা গেছেন

গত ১৩ মার্চ থেকে স্পেনে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তার দুইদিন আগে, ১১ মার্চ লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ।

চ্যাম্পিয়ন্স লিগের সেই  ম্যাচে যে ৫২ হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন তার মধ্যে ৪১ জনই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া সংক্রমিত হয়েছেন আরও কতজন তার সঠিক হিসাব পাওয়া যায়নি। 

অ্যানফিল্ডে লিভারপুর আর অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচের সময় স্পেনে করোনাভাইরাস পুরোদমে ছড়িয়ে পড়লেও ইংল্যান্ডে তার ভয়ঙ্কর ছাপ তখনো পড়েনি। ওই ম্যাচ দেখতে মাদ্রিদ থেকে তিন হাজার সমর্থক এসেছিলেন লিভারপুলে। ধারণা করা হচ্ছে, স্প্যানিশ দর্শকদের থেকেই গ্যালারিতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছিল।

এই নিয়ে মাদ্রিদের মেয়র হোসে লুইস মার্টিনো বলেছেন, ‘‌ওই ম্যাচ দেখতে আমাদের সমর্থকদের ইংল্যান্ডে পাঠানো উচিত হয়নি।’‌ তাহলে এই ৪১ জনের মৃত্যু হয়তো হতো না। এমনকি জ্যামিতিক হারে যে সংক্রমণ ঘটে, সেটাও হয়তো অনেক কম ঘটতো। শুধু ওই ৪১জন কেন, অ্যানফিল্ডের ওই ম্যাচের কারণে যে কম্যুনিটি ট্রান্সমিশন হয়েছে, তাতে যে আরও কতজনের মৃত্যু হয়েছে তার কোনো সঠিক হিসেব নেই।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়