Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ৩০ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৫, ২৬ মে ২০২০
আপডেট: ১৭:৪৬, ২৬ মে ২০২০

বোলিংয়ের সময় মাস্ক ব্যবহার করুক বোলাররা- মিসবাহ-উল হক

করোনাভাইরাস কারণে ক্রিকেটের নিয়মই বদলে দিচ্ছে আইসিসি। টেস্টে লাল বলের উজ্জ্বলতা বাড়াতে বোলাররা মুখের লালা কিংবা থুথু ব্যবহার করে ট্রাউজারে ঘষতেন। কিন্তু এখন আর তা করতে পারবেন না।

আইসিসির ক্রিকেট কমিটি এরই মধ্যে তাদের সুপারিশমালা কার্যনির্বাহী কমিটির কাছে পাঠিয়ে দিয়েছে। খুব দ্রুতই তা পাশ হয়ে যাবে।

এখন থুথু ব্যবহারের অভ্যাস কি এত তাড়াতাড়ি পাল্টানো যাবে। তাই করোনা ভাইরাস থেকে বাঁচতে পাকিস্তানের বর্তমান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল হক এক অদ্ভূত প্রস্তাব দিয়েছেন।

তার প্রস্তাবটি হলো- ‘এত দিনের অভ্যাস হঠাৎ করে বন্ধ করা সম্ভব নয়। অনিচ্ছাকৃতই হয়তো থুতুর ব্যবহার করে ফেলবে কেউ কেউ। তা বন্ধ করার একটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে।’সঙ্গে যোগ করেন, ‘তাই বোলিংয়ের সময় মাস্ক ব্যবহার করুক বোলাররা। এতে করে হয়তো থুতু ব্যবহার করার সম্ভাবনা আর থাকবেই না।’

মিসবাহ মনে করেন, পাকিস্তানের পেসাররা সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন। কারণ, রিভার্স সুইংয়ের উপর নির্ভর করেন শাহিন শাহ আফ্রিদিরা। তিনি বলেন, ‘আমাদের বোলাররা সব সময় বলের একটি দিকের ওজন বাড়িয়ে রাখার চেষ্টা করে থুথুর সাহায্যে। এখন দেখা যাক, কিভাবে বোলাররা মানিয়ে নেয়।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়