Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ৩০ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:০৮, ২৬ মে ২০২০

৮ জুনের পরিবর্তে ১১ জুন শুরু হতে পারে লা লিগা

আগামী ৮ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল স্প্যানিশ লা লিগাসহ অন্যান্য খেলা। এমনটাই ঘোষণা দিয়েছিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।  কিন্তু লা লিগা কর্তৃপক্ষ লিগ শুরুর জন্য আরও তিনদিন সময় বাড়িয়ে নিলেন। লা লিগা প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবাস ঘোষণা দিয়েছেন, ১১ জুন সেভিয়া ডার্বির মধ্য দিয়েই শুরু হবে মেসিদের লিগ।

রোববার সন্ধ্যায় তেবাস বলেন, ‘গোটা বিষয়টি নির্ভর করছে ক্লাবগুলোর অনুশীলন কিভাবে এগোয় তার উপর। ১২ জুন নিশ্চিত শুরু হবে। তবে আশা করতেছি ১১ জুন, বৃহস্পতিবার করোনা পরবর্তী সময় আমরা লিগের প্রথম ম্যাচ আয়োজন করতে পারবো।’ তবে ক্লাব, স্পোর্টস ফেডারেশন এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সঙ্গে বৈঠকের পরই আনুষ্ঠানিকভাবে বিষয়টা জানানো হবে আগামী দু’একদিনের মধ্যে।

তবে সেভিয়া আর রিয়াল বেটিসের ম্যাচ দিয়ে যে শুরু হবে, এটা নিশ্চিত। তেবাস বলেন, ‘আমরা হয়তো ১১ জুন বৃহস্পতিবারই শুরু করে দিতে পারি এবং সেটা শুরু হবে সেভিয়া ডার্বি দিয়েই। যদি তা না হয়, তাহলে তা শুরু হতে পারে ১২ কিংবা ১৩ জুন থেকে।

মহামারি করোনায় স্পেনে প্রাণ হারিয়েছেন ২৮ হাজারেরও বেশি মানুষ। লা লিগা প্রেসিডেন্ট তেবাস জানিয়েছেন, সেভিয়া ডার্বি উৎসর্গ করা হবে করোনায় মৃত স্পেনের মানুষকে।

চলতি মৌসুমে লা-লিগায় এখনও বাকি ১১ রাউন্ডের ম্যাচ। মার্চের দ্বিতীয় সপ্তাহেই স্থগিত হয়ে যাওয়া লিগ টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। ২৭ ম্যাচে কাতালান ক্লাবটির সংগ্রহ ৫৮ পয়েন্ট। ঠিক দুই পয়েন্ট পিছনে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়