Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ৩০ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:২৪, ২৬ মে ২০২০

শপিংয়ে গিয়ে করোনা পজিটিভ ইংলিশ গোলরক্ষক

১৮ মে যখন করোনা পরীক্ষা করিয়েছিলেন তখন রিপোর্ট এসেছিল নেগেটিভ। তাই গিয়েছিলেন শপিং করতে । গত শুক্রবার ফের করোনা পরীক্ষা করালেন, এবার আসলো পজিটিভ। এমনটাই ঘটল  ইংলিশ গোলরক্ষক এরন রামসডেলের সাথে।

রামসডেলে বলেন, ‘এটা আসলেই স্তম্ভিত হওয়ার মতো ব্যাপার। আমি কারও সংস্পর্শে যাইনি, অথচ আক্রান্ত হয়ে গেলাম। আমার মধ্যে কোনো লক্ষণ ছিল না। তাই একজন তরুণ স্বাস্থ্যবান মানুষ হিসেবে ব্যাপারটা খুবই ভয়ংকর এবং দুশ্চিন্তার।’ ইংলিশ ক্লাব বোর্নমাউথের এক নম্বর গোলরক্ষক রামসডেলে ভাবছেন সুপারমার্কেটে যাওয়াই কাল হয়েছে তার জন্য।

তিনি বলেন, ‘জানতাম আমাকে ভাইরাস আক্রান্ত করেনি। এই অবস্থায় তো শুধু স্বাস্থ্যবিধি মেনে চলাই যথেষ্ট ছিল। আমি কেবল শপিংমলে গিয়েছিলাম। প্রথমবার এই খবর শুনে আমি ভীষণ ভয় পাই। এখন আমার মেনে নিতেই হবে, আমি করোনা আক্রান্ত।’

তিনি বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন। সাতদিন কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হলে আবারও করোনা টেস্ট করানো হবে তার। সে টেস্টে ফল নেগেটিভ আসলে তবেই ট্রেনিংয়ে ফিরতে পারবেন।

আইনিউজ /এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়