Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ৩০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৮, ২৭ মে ২০২০
আপডেট: ১৩:১৪, ২৭ মে ২০২০

কোহলি ও আনুশকার ছাড়াছাড়ি চান যিনি

আমাজন প্রাইমে সাড়া ফেলেছে  আনুশকা শর্মার ওয়েব সিরিজ 'পাতাল লোক'।আনুশকা শর্মা সিরিজটির প্রযোজক ও অভিনেত্রী।বেশির ভাগই প্রশংসা করছেন।তবে কয়েকজন সিরিজটা ভালোভাবে নিতে পারেননি।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধানসভার সদস্য (এমএলএ) নন্দকিশোর গুরজার।বলা যায়, তিনি আনুশকা শর্মার ওপর একরকম চটেছেন।

নন্দকিশোরের অনুমতি ছাড়াই তাঁর ছবি ব্যবহার করা হয়েছে এ সিরিজে।এ ছাড়াও আনুশকার বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে জাতীয় নিরাপত্তা বিধিমালার অধীনে পুলিশের কাছে লিখিত অভিযোগও করেছেন এ বিজেপি নেতা।

তবে নন্দকিশোর এখানেই থামেননি।ভারত জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে তাঁর পরামর্শ,অচিরেই যেন আনুশকার সঙ্গে বিবাহিত জীবনের ইতি ঘটিয়ে ফেলেন।

তাঁর অভিযোগ,কোহলি যেখানে দেশের জন্য খেলছেন আনুশকা সেখানে রাষ্ট্রদ্রোহের মতো কাজ করেছেন।এ কারণে তাঁর দাবি,আনুশকাকে ডিভোর্স দেওয়া উচিত কোহলির।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে নন্দকিশোর বলেছেন, আনুশকার এসব কাজ-কর্ম সহ্য করা অনুচিত কোহলির।এরপর তাঁর পরামর্শ,'দেশের চেয়ে কেউ বড় না। বিরাট কোহলি দেশের জন্য খেলে।তাঁর দেশভক্তি আছে।আনুশকাকে তাঁর দ্রুত তালাক দেওয়া উচিত।'

উত্তর প্রদেশ বিধানসভার এ সদস্য ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেছেন এ নিয়ে।সিরিজটির সম্প্রচার বাতিল করতে বলেছেন।তবে আনুশকা কিংবা কোহলির পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য মেলেনি।

 

সূত্র:প্রথম আলো

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়