Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ৩০ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৫৫, ২৭ মে ২০২০

পাঁচ হাজার গাছ ও আর্থিক অনুদান নিয়ে পশ্চিমবঙ্গের পাশে কেকেআর

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ পুরোপুরি বিধ্বস্ত। বিশেষ করে রাজ্যটির রাজধানী কলকাতা। ২৫০ বছরেও এতবড় ধ্বংসযজ্ঞের মুখোমুখি হয়নি তারা।

এই ক্ষতি কাটিয়ে উঠার জন্য পশ্চিমবঙ্গ সরকারের দিকে হাত বাড়িয়ে দিয়েছে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।বুধবার এই সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করেছে দলটি।

আর্থিক অনুদানের পাশাপাশি কলকাতাজুড়ে পাঁচ হাজার গাছ লাগানোর প্রকল্পও হাতে নিয়েছে কেকেআর কর্তৃপক্ষ। আম্ফানের তাণ্ডবে কলকাতায় প্রচুর গাছ উপড়ে গেছে। যা পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ কারণেই কেকেআর কলকাতা শহরজুড়ে পাঁচ হাজার গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে ।

পাশাপাশি ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকাগুলোতে ‘সহায়তা বাহন’ নামে একটি গাড়ি পাঠাবে কেকেআর। সেই গাড়িতে করে দুঃস্থ, বিপর্যস্ত মানুষদের কাছে পৌঁছে দেয়া হবে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়