Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩১, ২৮ মে ২০২০
আপডেট: ১৩:৩৬, ২৮ মে ২০২০

অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ স্থগিত হয়নি,জানালো আইসিসি

অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ স্থগিত হওয়ার খবর ঠিক নয়,বিবৃতি দিয়ে জানালো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি)।

চলতি বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশাবকাপের আসর বসার কথা।কিন্তু গুঞ্জন ওঠে করোনা মহামারির কারণে স্থগিত হতে যাচ্ছে সেটি।ধারণা করা হয়,সম্ভবত পিছিয়ে যেতে চলেছে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এরই মধ্যে রটে গিয়েছে,এ মেগা টুর্নামেন্ট দু'বছর পিছিয়ে যাওয়ার ব্যাপারে সিলমোহর পড়তে পারে।আর এমন রটনা যে একেবারেই ঠিক নয়,বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানিয়ে দিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।

আইসিসি জানিয়েছে,'ICC Men's T20 World Cup 2020 স্থগিত হওয়ার খবর ভুল।আমরা এখনও পর্যন্ত পরিকল্পনা করে চলেছি যথা সময়েই বিশ্বকাপ আয়োজন করতে,তবে কোভিড-১৯ এর জন্য এবং সকলের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করেই বার বার পরিস্থিতি বদল হচ্ছে,সেকথাও মাথায় রাখা প্রয়োজন সকলের।’

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার।জানা গিয়েছে,বিশ্বকাপ নিয়ে সম্মিলিতভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি,ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া সরকার।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়