Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:০৬, ২৯ মে ২০২০

পুত্র সন্তানের বাবা হলেন আশরাফুল

দ্বিতীয় সন্তানের বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। শুক্রবার বিকেলে তার ঘরে এসেছে ফুটফুটে এক পুত্র সন্তান।

পুত্র আসার খবরটি নিজেই সামাজিক যোগযোগ মাধ্যমে জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। শুক্রবার ৫ টা ১৫ মিনিট, আল্লাহ আমাদের একটি ছেলে সন্তান উপহার দিয়েছেন। এই উপহারের জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আল্লাহর রহমতে অর্চি (স্ত্রী) ও ছেলে দুজনই ভালো আছে। সবাই তাদের জন্য দোয়া করবেন… আমাদের নতুন সন্তানের জন্য সবাই দোয়া রাখবেন।’

এর আগে গত মাসেই মোহাম্মদ আশরাফুল জানিয়েছিলেন, দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন। ২০১৬ সালের সেপ্টেম্বরে প্রথম সন্তানের মুখ দেখেন আশরাফুল ও আনিকা তাসনিম অর্চি দম্পতি। তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান। আরিবা তাসনিম আশরাফুলের বয়স এখন সাড়ে তিন বছর।

app-facebook
 
Mohammed Ashraful
2 hours ago

Alhamdulillah 29/5/20
(Friday 5.15 PM)
Allah gave us a Baby boy.

Thanks to Allah for gift.

... See More
Image may contain: 3 people, people sleeping, people sitting, baby and closeup
Image may contain: 3 people, people sleeping and closeup
 
2.6K

 

 

এসডিপি/আইনিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়