Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৬, ২৯ মে ২০২০
আপডেট: ২১:২০, ২৯ মে ২০২০

লকডাউন পরবর্তী সূচি প্রকাশ করল অস্ট্রেলিয়া

করোনা ভাইরাসের জেরে এখনও নিশ্চিত নয় লকডাউনের পর ঠিক কবে আন্তর্জাতিক ক্রিকেট পুনরায় শুরু হবে।এখনো পরিষ্কার নয় সংক্রমণ এড়িয়ে কীভাবে সুষ্ঠু ক্রিকেট ম্যাচ আয়োজন করা সম্ভব হবে।তবে প্রস্তুতিতে ঘাটতি রাখতে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া। আসন্ন মৌসুমের জন্য তারা ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছে।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড আসন্ন মৌসুমের জন্য ঘরের মাঠে ঠাসা ক্রীড়াসূচি ঘোষণা করেছে।চলতি বছরেরে আগস্টে জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ দিয়ে ঘরোয়া মৌসুম শুরু করতে চলেছে অস্ট্রেলিয়া।লকডাউনের পর সেটিই হতে চলেছে তাদের প্রথম আন্তর্জাতিক সিরিজ।এরমধ্যে রয়েছে ভারতের বিরুদ্ধে টি-২০,টেস্ট ও ওয়ান ডে সিরিজ।

আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সাত মাসে ঘরের মাঠে মোট ৮টি দ্বি-পাক্ষিক সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।মাঝে নিজেদের দেশে আইসিসি টি-২০ বিশ্বকাপ খেলার কথা স্টিভ স্মিথদের।সূচি অনুযায়ী অক্টোবরে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের সাথে দু'টি তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।নভেম্বরে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে মাঠে নামবে তারা।

ডিসেম্বর-জানুয়ারিতে ভারতের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ ও পরবর্তী তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলার কথা অজিদের।ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টি-২০ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।৩ ডিসেম্বর ভারতের বিরুদ্ধে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট শুরু হবে।১১ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে খেলা হবে ডে-নাইট টেস্ট।২৬ ডিসেম্বের শুরু হবে মেলবোর্নে বক্সিং-ডে টেস্ট।৩ জানুয়ারি থেকে সিডনিতে খেলা হবে নিউ ইয়ার টেস্ট।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়