Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:০৭, ২৯ মে ২০২০
আপডেট: ২২:০৮, ২৯ মে ২০২০

এফএ কাপের নতুন সূচি

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে ইংল্যান্ডে সকল খেলাধুলা স্থগিত হয়। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের মত এফএ কাপও স্থগিত হয়। তবে বর্তমান পরিস্থিতিতেও যেখানে ১৭ জুন থেকে শুরু হচ্ছে ইপিএল, সেখানে এফএ কাপ কেন নয়!

তাই এফএ কাপের নতুন সূচি ঘোষণা করা হলো। আগামী ২৭ ও ২৮ জুন এফএ কাপের কোয়ার্টার-ফাইনাল অনুষ্ঠিত হবে। ১১ ও ১২ জুলাই হবে সেমিফাইনাল এবং ১ অগাস্ট হবে ফাইনাল। ভেন্যু ও ম্যাচ শুরুর সময় জানায়নি এফএ কাপ কর্তৃপক্ষ। 

এফএ’র প্রধান নির্বাহী মার্ক বালিংহাম জানান, ইপিএল পুনরায় শুরু হচ্ছে। এফএ কাপ শুরু হওয়া প্রয়োজন। সকল নিরাপত্তা বজায় রেখেই ম্যাচগুলো আয়োজন করা হবে।

করোনাভাইরাসের আগে এফএ কাপের কোয়ার্টার-ফাইনাল হবার সূচি ছিলো ৯ মার্চ।

শেষ আটের লড়াইয়ে প্রতিপক্ষ ছিলো, লেস্টার সিটি-চেলসি, নিউক্যাসল ইউনাইটেড-ম্যানচস্টোর সিটি, শেফিল্ড শিল্ড-আর্সেনাল এবং নওরিচ সিটি-ম্যানচেস্টার ইউনাইটেড।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়