Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪২, ৩১ মে ২০২০
আপডেট: ১৬:৫১, ৩১ মে ২০২০

ইচ্ছে থাকলেও আগামী দলবদলে খেলোয়ার কিনতে পারবে না রিয়াল

বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব,অথচ অর্থাভাবে সামনের দলবদলে কিনতে পারবে না কোনো খেলোয়ারকে !

দুইদিন আগেই ম্যানচেস্টার ইইউনাইটেড ও বার্সেলোনাকে পেছনে ফেলে টানা দ্বিতীয়বারের মতো ফুটবলের সবচেয়ে মূল্যবান ক্লাবের মুকুট পড়েছিলো ইউরোপের সফল এ দলটি।সেই রিয়াল মাদ্রিদই কি না অর্থের অভাবে দলবদলে কাউকে কিনতে পারবে না !উল্টো নিজেদের হাতে থাকা খেলোয়াড় বিক্রি করে আয় বাড়ানোর চেষ্টা চালাতে চাইছে রিয়াল।

স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে,রিয়ালের স্কোয়াডে দুটি ঘাটতি রয়েছে।প্রথমত,ডিফেন্সিভ মিডফিল্ডে কাসেমিরোর বিকল্প কেউ নেই।আর আক্রমনে গোলভরসাও নেই।এ দুই ঘাটতি পূরণে রেনের এদুয়ার্দো কামাভিঙ্গা ও ডর্টমুন্ডের আরলিং হরলান্ডকে মনে ধরেছিল তাদের।সঙ্গে পিএসজির কিলিয়ান এমবাপ্পেকে দলে আনার ইচ্ছে ছিলো রিয়াল মাদ্রিদের।কিন্তু আগামী দলবদলে খেলোয়ার কেনা কঠিন হবে রিয়ালের পক্ষে।

আগামী মৌসুমেও ফাঁকা স্টেডিয়ামে খেলতে হতে পারে ইউরোপের ক্লাবগুলোকে।এ অবস্থায়, ম্যাচ টিকিট ও স্টেডিয়ামের বিভিন্ন স্মারক থেকে আয়ের সুযোগ হারাচ্ছে রিয়াল।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১৫ কোটি ইউরো আয় থেকে বঞ্চিত হবে তারা।

মার্কা আরও জানিয়েছে,এরই মাঝে সম্ভাব্য যে ফুটবলারদের সঙ্গে কথাবার্তা চলছিল তাদের এ কথা জানিয়ে দিয়েছে রিয়াল।এটাও বলেছে,সম্ভব হলে ২০২১ পর্যন্ত অপেক্ষা করতে,আর না হলে চাইলে অন্য ক্লাবের সঙ্গেও কথা বলে রাখতে পারে তারা।

স্কোয়াডে মোট ৪০ জন ফুটবলার আছে স্প্যানিশ ক্লাবটির।যাদের বিক্রি করতে সবচেয়ে আগ্রহী রিয়াল,সেই হামেস রদ্রিগেজ ও গ্যারেথ বেলের বেতন এই করোনা পরবর্তী সময়ে অধিকাংশ ক্লাবই বহণ করতে পারবে না বলে ধারণা করা হচ্ছে।

 

সূত্র: প্রথম আলো

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়