Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫১, ২ জুন ২০২০

২২৫ মিলিয়নের এমবাপ্পের মাত্র ৪০ মিলিয়নেও শঙ্কা

কিলিয়ান এমবাপ্পের দাম তবে কত?

ফুটবল লিগগুলো চালু হয়ে যাচ্ছে আবার। এমন অবস্থায় কেপিএমজি নতুন এক তথ্য দিল। এক গবেষণার মাধ্যমে করোনার ফলে দলবদলের বাজারে খেলোয়াড়দের বর্তমান মূল্য জানাল তারা। করোনার আগেও তারা এমবাপ্পের মূল্য ধরেছিল ২২৫ মিলিয়ন ইউরো। কিন্তু এখন সেটা নেমে এসেছে ১৭৭ মিলিয়ন ইউরোতে।

দলবদলের তথ্যের জন্য বিখ্যাত ট্রান্সফারমার্কেট তাঁর মূল্য ধরেছে ১৮০ মিলিয়ন। তবে সত্যিকারের বাজারমূল্য পিএসজি আর তাঁকে কিনতে চাওয়া দলই ঠিক করে নেবে। 

আর্থিক পরামর্শদাতা প্রতিষ্ঠান কেপিএমজি আরেকটু কমিয়ে এনেছে অংকটা। তাদের ধারণা, পিএসজি যেহেতু এ মৌসুমে আর লিগে মাঠে নামছে না, তাতে এমবাপ্পের মূল্য ১৭৭ মিলিয়ন ইউরোতে নেমে আসবে।

আগামী মৌসুমেই ২৫০ মিলিয়ন বা ২৫ কোটি ইউরো মূল্যে নাকি রিয়াল মাদ্রিদে আসার কথা প্রায় পাকাপাকি হয়ে গিয়েছিল এমবাপ্পের। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের পর ফুটবলারদের জন্য অমন আকাশচুম্বী দাম পাওয়ার কথা ভুলে যেতে হবে সবাইকে।

ইউরোপের সব লিগ স্থগিত হয়ে যাওয়ার পর ইউরোপিয়ান ইউনিয়নের সংসদের ফ্রেঞ্চ সদস্য ড্যানিয়েল কন-বেন্ডিট বলেছিলেন, কোভিড-১৯ এর প্রভাবে ইউরোপের সব লিগ যদি বাতিল হয়ে যায়, তবে সে ধাক্কা সামলে নিয়ে কোনো দলের পক্ষেই আর দলবদলে বড় অঙ্ক খরচ করা সম্ভব হবে না। এমবাপ্পের মূল্যই নাকি মাত্র ৪০ মিলিয়ন ইউরোতে নেমে আসবে। এবং সেটা খরচ করার মতো ক্লাবও নাকি থাকবে না।

 

সূত্র: প্রথম আলো

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়