Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৪, ৩ জুন ২০২০
আপডেট: ১৮:৫৭, ৩ জুন ২০২০

বন্ধুর ল্যাপটপে খেলে আন্তর্জাতিক দাবায় বাজিমাত

করোনাভাইরাসের কারণে খেলাজগতের প্রায় সব আন্তর্জাতিক টুর্নামেন্টই বন্ধ। তবে দাবার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্নই বলতে হয়। করোনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনলাইনে চলছে র‌্যাপিড জুনিয়র এশিয়ান দাবা।

আর এ প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ান অঞ্চল থেকে প্রথম রাউন্ড শেষে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তিন প্রতিযোগী আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও তাহসিন তাজওয়ার জিয়া এবং মেয়েদের বিভাগে ফিদে মাস্টার নোশিন আঞ্জুম।এদের মধ্যে নোশিনের নামটি উল্লেখ করতে হচ্ছে আলাদাভাবেই।

নোশিনের ব্যক্তিগত ল্যাপটপ নেই।তাতে সে থেমে যাওয়ার পাত্রী নয়। বন্ধুর ল্যাপটপে খেলেই প্রথম রাউন্ডে রানারআপ হয়ে বাজিমাত করেছেন দশম শ্রেণির এই ছাত্রী। এজন্য তাকে খেলতে হয়েছে খিলগাঁও থেকে মালিবাগে বন্ধুর বাড়িতে গিয়ে।

এ সম্পর্কে নোশিন বলেন,'অনলাইনে প্রথম খেলতে ভালো লেগেছে। তবে আমার ল্যাপটপ নেই বলে গত ২৭ মে খিলগাঁওয়ের বন্ধুর বাসায় গিয়ে ওর ল্যাপটপে খেলতে হয়েছে। লকডাউনের মধ্যে কারও বাসায় গিয়ে খেলা খুবই বিব্রতকর।'

আজ চূড়ান্ত পর্বের লড়াইয়ে নামবেন তিনি। তার আগে অনুশীলনটাও সারতে হয়েছে মোবাইল ফোনেই। আজ দুপুর ১২টায় শুরু হয়েছে মেয়েদের বিভাগের চূড়ান্ত পর্বের খেলা।

 

সূত্র: প্রথম আলো

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়