Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫২, ৩ জুন ২০২০
আপডেট: ২০:০১, ৩ জুন ২০২০

আসছে জুলাই মাসেই মাঠে ফিরছে ক্রিকেট

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে প্রায় সব খেলাই ছিল লকডাউনে। এরই মধ্যে ফুটবল মাঠে গড়ালেও ক্রিকেটের জন্যে যেনো অনিশ্চয়তার লকডাউনের সময়টা দীর্ঘই হচ্ছিলো। তবে এ লকডাউন ভেঙ্গে আগামী জুলাই মাসেই ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ দিয়ে মাঠে গড়াচ্ছে ক্রিকেট।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩টি টেস্ট খেলতে ইংল্যান্ড সফর করবে জেসন হোল্ডারের দল। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন টেস্টের সময় সূচি নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

আগামী ৮ জুলাই সাউদাম্পটনের মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট।৮ জুলাই প্রথম টেস্ট হলেও করোনার ঝুঁকি এড়াতে এক মাস আগে, অর্থাৎ আগামী ৯ জুন বিশেষ বিমানে করে ইংল্যান্ড যাবে ওয়েস্ট ইন্ডিজ দল। প্রথম টেস্টের আগে ৩ সপ্তাহ কোয়ারেন্টিনে কাটাবে হোল্ডারের দল। কোয়ারেন্টিনের জন্য ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম ব্যবহার করবে ক্যারিবীয়রা।

সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টেস্টটি হবে ওল্ড ট্রাফোর্ডে যথাক্রমে ১৬ এবং ২৪ জুলাই। পুরো সিরিজটি অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। সিরিজ সামনে রেখে ইতিমধ্যে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা আইসিসি নিয়ম মেনে অনুশীলন শুরু করেছে।

 

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়