Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৩, ৪ জুন ২০২০
আপডেট: ২৩:৪২, ৪ জুন ২০২০

অনিল কুম্বলের পরামর্শেই লালা নিষিদ্ধ করেছে আইসিসি

ক্রিকেটারদের স্বাস্থ্যঝুঁকির কথা ভেবে অনিল কুম্বলের নেতৃত্বে আইসিসির ক্রিকেট কমিটি ক্রিকেট বলে লালা লাগানো নিষেধ করেছে।

কুম্বলে বলেছেন, 'চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতে আমরা বিশ্বাস করি করোনা ছড়ানোর ক্ষেত্রে লালার ভূমিকা বেশি দেখা যাচ্ছে। এ কারণেই আমরা এর ব্যবহার নিষিদ্ধ করেছি। যদিও ক্রিকেটে এটা দ্বিতীয় সহজাত বিষয়। এটি এমন একটি বিষয় যা খেলোয়াড়দের মেনে চলা কঠিন হবে।'

এদিকে লালা নিষিদ্ধ হওয়ায় স্পিনারদের সুবিধা দেখছেন সাবেক এই স্পিনার। সাধারণত পেস বোলাররাই বলের চকচকে ভাব ও  সুইংয়ের জন্য লালার ব্যবহার করে থাকেন। তাই লালা নিষিদ্ধ হওয়ায় স্পিনারদের সুবিধে দেখছেন ভারতের সাবেক এই স্পিনার।

তিনি বলেন, 'আপনি সাধারণ পিচের ঘাস তুলতে পারেন এবং রুক্ষ হলে দুইজন স্পিনার খেলাতে পারেন। চলুন টেস্টে স্পিনারদের ফিরিয়ে আনি। কারণ এটি যদি ওয়ানডে বা টি-টোয়েন্টি হয়, তাহলে বলের চাকচিক্য নিয়ে আপনার চিন্তা থাকার কথা নয়।'

লালা নিষিদ্ধ করলেও এর প্রয়োগ ঘটানো সহজ হবে না বলে মনে করেন কুম্বলে। পুরোনো অভ্যাস থেকে বের হতে ক্রিকেটারদের অনেক বেগ হতে বলে মনে করেন  তিনি। এমনকি এই অভ্যাস চালু করতে ক্রিকেটারদের অন্তত এক মাসের প্রশিক্ষণ বাধ্যতামূলক করার কথাও জানিয়েছিল কুম্বলের ক্রিকেট কমিটি।

 

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়