Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:১১, ৬ জুন ২০২০

জাতীয় দলে ফিরতে না পারলে রাজনীতিতে নাম লেখাবো

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। তিনি একদিকে ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক অন্যদিকে রাজনীতির মঞ্চেও সফল নেতা।

রাজনীতির ময়দানে এ অগ্রজ ক্রিকেটারের সাফল্য অনুপ্রাণিত করছে পাকিস্তানের অন্যান্য ক্রিকেটারদেরও। তাই এবার বাঁহাতি পেসার জুনায়েদ খানও নাম লেখাতে চান রাজনীতিতে।

নর্থ-ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রদেশের ৩০ বছর বয়সী জুনায়েদ গত নয় বছর ধরে খেলছেন পাকিস্তানের জাতীয় দলে। তবে সাম্প্রতিক সময়ে ফর্মের পরতির কারণে জাতীয় দলে জায়গা হারিয়েছেন। শেষ ম্যাচ খেলেছেন গত বছরের মে মাসে, বিশ্বকাপেরও আগে।

এখন তার প্রধান লক্ষ্য জাতীয় দলে জায়গা ফিরে পাওয়া। যেহেতু বয়স মাত্র ৩০, তাই আরও চার-পাঁচ বছর ক্রিকেট মাঠে থাকতে চান তিনি। তবে যদি এটি করতে না পারেন, তাহলে এখনই রাজনীতিতে চলে আসবেন জুনায়েদ।

পাকিস্তানি সংবাদমাধ্যম পাক প্যাশনকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন জুনায়েদ। তার ভাষ্য, ‘আমার লক্ষ্য জাতীয় দলে ফেরা। আমি মনে করি এখনও ৪-৫ বছর ক্রিকেট খেলতে পারবো আমি। তবে আল্লাহ যদি এটা না চান, আমি যদি জাতীয় দলে ফিরতে না পারি, তাহলে আমি রাজনীতিতে নাম লেখাবো। কারণ আমার পরিবার এ লাইনে রয়েছে অনেকদিন ধরেই।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়