Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:১৮, ৬ জুন ২০২০

করোনাকে জয় করলেন পাকিস্তানি ওপেনার তৌফিক উমর

সুস্থ হয়ে উঠেছেন পাকিস্তানি ক্রিকেটার তৌফিক উমর। দুই সপ্তাহ আগে তার করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছিল। সুস্থ হয়েই  দিলেন সকলের জন্য পরামর্শ।

তিনি সবার উদ্দেশ্যে বলেন যে,  করোনাভাইরাসকে ভয় পাওয়ার কিছু নেই। আবার হালকাভাবে নিলেও বিপদ। আতঙ্কিত হওয়া যাবে না, তবে সতর্ক থাকতে হবে।

বর্তমানে পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৯৪ হাজার ছুঁই ছুঁই। যাদের মধ্যে প্রায় ২ হাজার মানুষ মারা গিয়েছেন। করোনা দেশটির সকল শ্রেণিতেই হানা দিয়েছে।

চলতি সপ্তাহেই দুজন প্রথম শ্রেণির ক্রিকেটার রিয়াজ শেখ আর জাফর সরফরাজ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তৌফিক উমরের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে তাই বিচলিত হয়ে পড়েছিলেন তার ভক্তরা।

গত দুই সপ্তাহ আইসোলেশনে ছিলেন। পরিবার থেকে ছিলেন দূরে। সব নিয়ম মেনে চিকিৎসা নিয়েছেন। অবশেষে তিনি সুস্থ হয়ে উঠেছেন।

'ইন্ডিয়া টিভি'র সঙ্গে আলাপকালে তৌফিক তার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন, ‘আমি সবাইকে বলব, তারা যেন নিজেদের খেয়াল রাখেন এবং কোভিড-১৯ ভাইরাসকে সিরিয়াসলি নেন। সামাজিক দূরত্ব এবং সুরক্ষার মধ্যে থাকতে হবে সবাইকে। আমি দুই সপ্তাহ আলাদা ছিলাম, পরিবারের শিশু এবং বয়স্কদের কাছ থেকে দূরে ছিলাম।’

তখন তিনি আরও বলেন, ‘আমি মানুষকে বলব, টেস্টে পজিটিভ আসলে ভয় পাওয়ার কিছু নেই। বরং আমার পরামর্শ হলো, সবাই যেন তার ইমিউন সিস্টেম (রোগ প্রতিরোধ ক্ষমতা) বাড়ানোর প্রতি জোর দেন।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়