Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১২:৪৭, ৮ জুন ২০২০
আপডেট: ২৩:৪২, ৮ জুন ২০২০

২ কোটি টাকার আয়োজনে মাশরাফীকে ‘সরাতে চেয়েছিল’ বিসিবি

ইচ্ছা ছিল বিশ্বকাপের শেষ ম্যাচ খেলেই অবসরে যাবেন। কিন্তু ‘ভালো পরিবেশ’ সৃষ্টি হওয়ায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা পরে ‘অবাক হয়ে’ দেখেন, ২ কোটি টাকা দিয়ে ম্যাচ আয়োজন করে তাকে ‘সরাতে চাইছে’ বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ক্রিকেট-ভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে সেই ‘বিব্রতকর’ পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে মাশরাফী বলেছেন, ‘সত্যি কথা বলতে ওয়ার্ল্ডকাপের পরই অবসরে যাওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম। কিন্তু কোনোভাবে ভালো পরিবেশ সৃষ্টির আলোচনা হয়।’

মাশরাফীর অভিযোগ, এরপর তড়িঘড়ি জিম্বাবুয়ে সিরিজ আয়োজন করে তাকে সরানোর চেষ্টা করা হয়, ‘তাই (ভালো পরিবেশের জন্য ) আমি তড়িঘড়ি অমন প্রস্তাবের জন্য (বিদায়ী ম্যাচ) প্রস্তুত ছিলাম না। ভাইয়ের (বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন) সঙ্গে পরে কথা বলি। ওনাকে জানাই যে বিপিএল খেলতে চাই এবং জিম্বাবুয়ে সিরিজের পর অধিনায়কত্ব ছাড়তে চাই।’

জিম্বাবুয়ের বিপক্ষে যে ম্যাচে মাশরাফী অধিনায়কত্ব ছাড়েন সেটি শিডিউলে ছিল না। ওই সময় দলটির শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার কথা ছিল। পরে ম্যাচটি আয়োজনের আগে মাশরাফীর কাছে বিসিবি থেকে জানতে চাওয়া হয়, তিনি ওয়ানডে থেকে অবসর নেবেন কি না।

‘বিষয়টি আমার জন্য বিব্রতকর ছিল। আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটাররা যেখানে ভালো টাকা পায় না, টেস্ট ক্রিকেট যেখানে উন্নতি করছে না, সেখানে তারা ২ কোটি টাকা খরচ করে ওডিআই ম্যাচটি আয়োজনের আলোচনা করছিল।’

‘আমাকে সরানোর জন্য ব্যস্ত সময়ে ম্যাচ আয়োজন করা হয়, তাতে ২ কোটি টাকা খরচ হবে; বিষয়টি আমাকে চিন্তিত করেছিল। বিশ্বকাপের পরপর শ্রীলঙ্কায় খেলতে গেলে কী হতো, সেটাও ভাবছিলাম।’

২২০ ওয়ানডেতে ২৭০ উইকেট নেয়া মাশরাফী ক্যারিয়ারের প্রথম দশ বছর অহরহ ইনজুরিতে ভুগলেও গত কয়েক বছর নিয়মিত ক্রিকেট খেলছেন। শেষ ৫ বছরে ৫টি ওডিআই মিস করেছেন। কিন্তু গত বিশ্বকাপে মাত্র ১ উইকেট পাওয়ায় তার দলে থাকা নিয়ে প্রশ্ন ওঠে।

বিশ্বকাপের পর ইনজুরির কারণে শ্রীলঙ্কায় খেলতে যাওয়া হয়নি মাশরাফীর। সেই সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম সাধারণ একটা সিরিজ খেলে অবসরে যাব। দেখুন, শ্রীলঙ্কা ট্যুরের আগে কেউ আমাকে এসব বলেনি। তাই পরে তড়িঘড়ি করে আলোচনা শুরু হওয়া চিন্তার বিষয় ছিল।’

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়