Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৪২, ৮ জুন ২০২০

প্রতিটি ম্যাচের শুরুতে মৃতদের স্মরণে নীরবতা পালন করা হবে

স্পেনে করোনা পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। তাই ধীরে ধীরে সবাই আগের জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করছে।

করোনা অবস্থা উন্নতি হওয়াতেই পুনরায় শুরু হতে যাচ্ছে লা লিগা। তবে করোনা কেড়ে নিয়েছে দেশটির ২৭ হাজারের বেশি মানুষের প্রাণ। তাই  লিগ শুরু হলে মৃতদের স্মরণে এক মিনিটের নীরবতা পালনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও লা লিগা যৌথ বিবৃতিতে জানিয়েছে, সবধরনের প্রতিযোগিতাতেই এক মিনিটের এই নীরবতা পালন করা হবে, ‘আরএফইএফ ও লা লিগা ঘোষণা করছে, ফুটবল ফেরার সময় পেশাদার ও অপেশাদার সব ধরনের প্রতিযোগিতাতেই এক মিনিটের নীরবতা পালন করা হবে। কোভিড-১৯ এ মৃতদের স্মরণে নীরবতা পালন হবে প্রতিটি মাচের আগে।’

করোনার কারণে স্পেনে ফুটবল বন্ধ ছিল প্রায় তিন মাস। দীর্ঘ বিরতি দিয়ে অবশেষে ১১ জুন থেকে মাঠে গড়াচ্ছে লিগ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়