Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯, ৯ জুন ২০২০
আপডেট: ১৫:৪৪, ৯ জুন ২০২০

আমি শতভাগ সেরে উঠতে পারিনি- দিবালা

মার্চে করোনা আক্রান্ত হয়েছিলেন জুভেন্তাসের তারকা ফুটবলার পাওলো দিবালা। যদিও তিনি করোনামুক্ত হয়েছেন তবে এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।

এমনটাই জানালেন দিবালা নিজেই। নিজের শারীরিক অবস্থা নিয়ে ইনস্টাগ্রামের লাইভ সেশনে দিবালা বলেন, “আমার করোনাভাইরাস হয়েছিল, তবে এখন আমি অনেক ভালো আছি। যদিও এখনো আমি শতভাগ সেরে উঠতে পারিনি, তবে বেশ ভালো আছি।”

সেখানে তিনি আরও বলেন, “আমরা আবার অনুশীলন শুরু করেছি এবং ফুটবল আবার ফিরছে। সুতরাং আমরা শিগগিরই আবারও সেখানে ফিরছি, যে কাজটি করতে আমরা সবাই ভীষণ ভালোবাসি।”

গত ২১ মার্চ দিবালা নিজেই ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে জানিয়েছিলেন, তিনি ও তার বান্ধবী ওরিয়ানা সাবাতিনি করোনায় আক্রান্ত। মে মাসের মাঝামাঝিতে এই ভাইরাস থেকে মুক্ত হন ২৬ বছর বয়সী এই ফুটবলার।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়