Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩:২৯, ১০ জুন ২০২০
আপডেট: ০৩:৩২, ১০ জুন ২০২০

ইংল্যান্ডের মাটিতে পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ

করোনার কারণে দীর্ঘ সময় ধরে লকডাউনে আছে বিশ্ব ক্রিকেটও। এ অবস্থায় আশার আলো দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ইংল্যান্ড সফর। তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর কথা ছিল ৪ জুন। তবে করোনার কারণে পিছিয়ে দুই দলের লড়াই শুরু হবে ৮ জুলাই।

বর্তমানে ক্রিকেট বিশ্বের আলোচনায় কেন্দ্রবিন্দুতে থাকা এই সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ দল এখন ইংল্যান্ডে। অ্যান্টিগা থেকে ম্যানচেস্টারের উদ্দেশে চার্টার্ড ফ্লাইটে ওঠার আগে সবার করোনা পরীক্ষা করা হয়। ‘নেগিটিভ’ ফলাফল আসার পরই মঙ্গলবার ম্যানচেস্টারে পৌঁছায় ক্যারিবিয়ান দলটি।

তবে এথনও আছে শঙ্কা।ওল্ড ট্র্যাফোর্ডে তাদের তিন সপ্তাহের কোয়ারেন্টিন ও অনুশীলন ক্যাম্পে আবারও করোনা পরীক্ষা করা হবে। সেখানে ফল ‘নেগিটিভ’ এলেই সাউদাম্পটনের প্রথম টেস্ট খেলার ‘ছাড়পত্র’ মিলবে। দ্বিতীয় ও তৃতীয় টেস্ট হবে ওল্ড ট্র্যাফোর্ডে।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার বলেছেন, ‘ক্রীড়াঙ্গন বিশেষ করে, ক্রিকেটের জন্য ইংল্যান্ড সফর বিশাল বড় ধাপ। খেলা শুরুর নতুন পর্বে কী হবে, সেই প্রস্তুতিতে অনেকটা সময় চলে গেছে।’

ইংল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজ বিশাল দল নিয়ে এসেছে। ৩৯ সদস্যের ক্যারিবিয়ান দলে খেলোয়াড় রয়েছেন ২৫ জন।মূল দলের সঙ্গে আছে অতিরিক্ত খেলোয়াড়। এরপরও করোনাভাইরাস শঙ্কায় এই সফরে আসেননি দুই ব্যাটসম্যান শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভোর ও অলরাউন্ডার কিমো পল।

 

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়