Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৩৪, ১১ জুন ২০২০

বৃহস্পতিবার রাতে মাঠে গড়াচ্ছে লা লিগার প্রথম ম্যাচ

করোনাভাইরাস মহামারীর জন্য অনেকদিন বন্ধ থাকার পর ফের মাঠে গড়াচ্ছে স্পেনের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ লিগ লা লিগার চলতি মৌসুমের বাকি খেলা। এবার লিগের প্রথম লড়াইয়ে আছে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে থাকা সেভিয়ার প্রতিপক্ষ রিয়াল বেতিস।

সেভিয়ার মাঠ স্তাদিও রামোনে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টায় মাঠে গড়াবে ম্যাচটি। তবে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় লিগের বাকি ম্যাচগুলোতে থাকছে না কোনো দর্শক। থাকছে না কোনো আতশবাজি, ব্যানার-ফেস্টুন, টিম বাস ঘিরে কোনো জনসমাগম।

করোনার কারণে অনেকটা সময় অতিবাহিত হওয়ায় ঠাসা সূচি সামনে রেখে মাঠে নামতে যাচ্ছে স্পেনের ক্লাবগুলো। ৩৯ দিনে অনুষ্ঠিত হবে ১১০টি ম্যাচ। গড়ে প্রতি সাড়ে পাঁচ দিনে তিনটি করে ম্যাচ খেলতে হবে ক্লাবগুলোকে।

খেলা নিয়ে সেভিয়ার কোচ হুলেন লোপেতেগিবলেন, “প্রতিযোগিতায় ফেরার অপেক্ষার বাধ মানছে না আমাদের।” 

এদিকে, করোনা পরবর্তী ফুটবল নিয়ে স্লোগানও ঠিক করেছে লা লিগা কর্তৃপক্ষ- “ফিরতে পারাটাই জয়।”

শুক্রবার লা লিগার আরও দুটি ম্যাচ মাঠে গড়াবে। এদিন গ্রানাডার মাঠে খেলতে যাবে গেতাফে। লেভান্তে খেলতে যাবে ভালেন্সিয়ার মাঠে।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার ম্যাচ শনিবার। মায়োর্কার মুখোমুখি হবে তারা। পরের দিন টেবিলের দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে খেলতে নামবে এইবারের বিপক্ষে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়