Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩:২১, ১৩ জুন ২০২০
আপডেট: ০৩:২৫, ১৩ জুন ২০২০

তিন মাস পর ফিরে এসে পেনাল্টি মিস রোনালদোর

করোনার কারণে থমকে থাকা ইতালির ফুটবলে নতুন করে ফেরার দিনে পেনাল্টি মিস করে বসলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘ ৯৬ দিন পর মাঠে নেমেই এমন কান্ড ঘটালেন রোনালদো।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লিগে এসি মিলানের বিপক্ষে পেনাল্টি মিস করেন সি আর সেভেন। ফলে ওই ম্যাচে এসি মিলানের সঙ্গে গোলশূণ্য ড্র করল রোনালদোর জুভেন্টাস।

ম্যাচের ১৬তম মিনিটে এসি মিলানের কন্তের হাতে লেগে বল লাগে ক্রিশ্চিয়ানো রোনালদোর বাহুতে। জুভেন্টাসের খেলোয়াড়েরা পেনাল্টির আবেদন করলে ভিআর প্রযুক্তির সাহায্যে স্পটকিকের নির্দেশ দেন রেফারি। কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে পোস্টে মারে রোনালদো।

মার্চের ৮ তারিখে এই পর্তুগিজ তারকা সর্বশেষ খেলেছিলেন । সেদিন সিরি 'আ'তে রোনালদোর জুভেন্টাস ঘরের মাঠে ২–০ গোলে হারিয়েছিল ইন্টার মিলানকে। 

শনিবার রাত ১টায় সেমিফাইনালে মুখোমুখি হবে নাপোলি ও ইন্টার মিলান। টুর্নামেন্টের ফাইনাল ১৭ জুন। এর তিন দিন পরই শুরু হবে সিরি 'আ'। করোনা সংক্রমণ এড়াতে ইতালির সব ম্যাচই হবে দর্শকশূন্য মাঠে।

 

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়