Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৩০, ১৩ জুন ২০২০

করোনার মধ্যেই তিনবার হামলার শিকার ডেল স্টেইন

করোনাভাইরাসের কারণে বিশ্বের অনেক দেশেই চলছে লকডাউন। যার ফলে বাড়ছে বেকারত্ব। আর তারই সাথে বাড়ছে অপরাধ।

দক্ষিণ আফ্রিকায় এমনিতেই অনেক শহরকে অপরাধের শহর মনে করা হয়। করোনা পরিস্থিতিতে ঝামেলা আরও বেড়েছে। এপ্রিল আর মে মাসে সীমিত আকারে লকডাউন চলছিল দেশটিতে।

কেপটাউনকে বিশ্বের অষ্টম অপরাধপ্রবণ শহর হিসেবে তালিকায় আনা হয়েছে বৃহস্পতিবার।কেননা লকডাউনের কারণে সেখানে বেড়েছে খুনসহ নানা অপরাধ।

কেপটাউনের কাছেই থাকেন দক্ষিণ আফ্রিকা দলের তারকা পেসার ডেল স্টেইন। করোনার এই সময়টায় গত শুক্রবার থেকে তিন তিনবার হামলার শিকার হয়েছে তার পরিবার।

স্টেইন তার টুইটারে জানান, ‘শুক্রবার থেকে তিন তিনবার আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। গতকাল তারা আমার বন্ধুর গাড়ি ভাঙচুর করেছে। আজ রাতে আমার মা বাড়িতে একা ছিলেন। তিনি এমন হামলায় ভীষণ ভয় পেয়েছেন।’

স্টেইন লিখেন, ‘করোনার কারণে স্বাভাবিকভাবেই মানুষজন হতাশার মধ্যে দিন পার করছেন। আমার মনে হয়, এই টুইট সবাইকে সাহায্য করতে পারে, সবাই যাতে নিরাপদে থাকেন।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়