Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

খেলা ডেস্ক

প্রকাশিত: ০৩:৪০, ১৪ জুন ২০২০

পাকিস্তানকে বিমান ভাড়া দিয়ে নিজ দেশে নিচ্ছে ইংল্যান্ড

সামনে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ দিয়ে শুরু, এরপরই হবে পাকিস্তানের সাথে তিন টেস্ট ও তিন টি-টোয়েন্টি সিরিজ। করোনা মহামারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ বেশ জোরেশোরেই নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আগস্টে তিন টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান ইংল্যান্ডে রওনা দেবে এ মাসেই। আগামী ২৬ থেকে ২৯ জুনের মধ্যে ২৯জন খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তারা ধাপে ধাপে রওনা দেবেন ইংল্যান্ডে।

আইসিসির নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে প্রতিটি দলকে ভ্রমণ করতে হবে ভাড়া করা বিমানে। সে নির্দেশনা মেনেই পাকিস্তান দল চাটার্ড বিমানে যাচ্ছে ইংল্যান্ডে।তবে বিমানের খরচটা পাকিস্তান বহন করছে না। পাকিস্তান দলকে ভাড়া করা বিমানে ইংল্যান্ডে নিচ্ছে ইসিবি। আর এতে তারা খরচ করছে ৫ লাখ পাউন্ড বা সাড়ে ৫ কোটি টাকা।

পাকিস্তানের বিমান ভাড়া কেন ইসিবি দিয়ে দিচ্ছে? ইসিবির আশা, আগস্টে পাকিস্তান সিরিজে তারা ৭৫০-৮০০ কোটি টাকা আয় করবে। সেক্ষেত্রে এই মহামারির মধ্যে পাকিস্তানকে একটু বাড়তি সুবিধা দিচ্ছে ইসিবি।

স্বাস্থ্যবিধি মেনে পাকিস্তান সিরিজ খেলবে দর্শকশূন্য স্টেডিয়ামে। তার আগে বার্মিংহামে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে থাকতে হবে বাবর আজমদের। এক মাসের প্রস্তুতি শেষে সফরের প্রথম টেস্ট শুরু হবে ৫ আগস্ট, ওল্ডট্রাফোর্ডে । পরের টেস্ট হবে সাউদাম্পটনে।

 

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়