Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:২০, ১৪ জুন ২০২০
আপডেট: ১৩:২৩, ১৪ জুন ২০২০

আমি বর্ণবাদকে ঘৃণা করি- মুশফিকুর রহিম

জর্জ ফ্লয়েডকে অন্যায়ভাবে হত্যার প্রতিবাদে সারাবিশ্বে এখন চলছে বর্ণবাদ বিরোধী আন্দোলন। আন্দোলনে ফুটবল, টেনিস, বাস্কেটবলের অনেক তারকা খেলোয়াড় জানিয়েছেন নিজেদের সমর্থনের কথা।

এবার সেই তালিকায় যুক্ত হলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহীম। রোববার বর্ণবাদের বিরুদ্ধে নিজের অবস্থানের কথা সবার কাছে পরিস্কার করেছেন মুশফিক।

হাতে এ বিষয়ক একটি প্ল্যাকার্ড নিয়ে নিজের ফেসবুক পেজে প্রতিবাদ করেছেন মুশফিক। যেখানে লেখা রয়েছে, ‘আমি বর্ণবাদকে ঘৃণা করি। বর্ণবাদকে না বলুন।’

ওয়েস্ট ইন্ডিজের দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি এ বিষয়ে বেশ সরব।

তিনি সপ্তাহদুয়েক আগে ক্রিকেট বিশ্বের সবাইকে আহ্বান জানিয়েছেন বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তার সঙ্গে সাড়া দিয়েছেন স্বদেশি ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, ইংল্যান্ডের মাইকেল কারবেরিসহ আরও অনেকে।

app-facebook
Mushfiqur Rahim
2 hours ago

আমি বর্ণবাদকে ঘৃণা করি। বর্ণবাদকে না বলুন।

I hate racism. Say NO to racism.

51K

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়