Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:২৯, ১৫ জুন ২০২০
আপডেট: ১৩:৩৯, ১৫ জুন ২০২০

জর্জ ফ্লয়েডকে গোল উৎসর্গ করলেন মার্সেলো

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর স্পেনে শুরু হয়েছে লা লিগা। রোববার লা লিগায় নিজের করা গোলকে জর্জ ফ্লয়েডকে উৎসর্গ করেছেন রিয়াল মাদ্রিদের মার্সেলো।

এইবারের বিপক্ষে রোববার রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে জয় পায়। টনি ক্রুস, সার্জিও রামোস ও মার্সেলো জালের দেখা পান। এইবারের হয়ে একমাত্র গোলটি করেন পেদ্রো বিগাস।

তৃতীয় গোলটি করেন মার্সেলো। গোল করার পরেই হাঁটু গেড়ে কুর্নিশ করেন। ব্ল্যাক লাইভস ম্যাটারের সঙ্গে যুক্ত আন্দোলনকারীরা গত কয়েক দিন ধরে এভাবে সংহতি যাচ্ছেন।

মার্সেলোর মতো হাঁটু গেড়ে অনেক ফুটবলার জর্জ ফ্লয়েডকে স্মরণ করছেন। এভাবে বেশি সংহতি জানাতে দেখা গেছে বুন্দেসলিগার বিভিন্ন ক্লাবকে।

৩-১ গোলের এই জয়ে রিয়াল পয়েন্ট টেবিলে ২ পয়েন্টের ব্যবধানে বার্সাকে তাড়া করছে। ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়