Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৭, ১৭ জুন ২০২০

টানা অষ্টম শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ

ওয়ের্ডার ব্রেমেনকে হারিয়ে জার্মান বুন্দেসলিগায় টানা অষ্টমবারের মতো শিরোপা জিতলো বায়ার্ন মিউনিখ। জার্মানির শীর্ষপর্যায়ের ফুটবল লিগ বুন্দেসলিগা। 

ইউরোপীয় লিগে একমাত্র জুভেন্টাসেরই টানা আটবার শিরোপা জয়ের কীর্তি আছে। এবার তাদের পাশে নাম লেখালো বায়ার্ন। 

মঙ্গলবার রাতে ওয়ের্ডার ব্রেমেনকে ১-০ গোলে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে ক্লাবটি। টুর্নামেন্টের ইতিহাসে এটি তাদের রেকর্ড ৩০তম শিরোপা।

করোনা বিরতির পর চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাকি থাকা ৯ ম্যাচ থেকে ২১ পয়েন্ট পেলেই হতো হানস ফ্লিকের শিষ্যদের। তবে রবার্তো লেওয়ানডোস্কি, থমাস মুলারদের এত অপেক্ষা সইছিল না। তাই টানা ৭ জয়েই ২১ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করে গেলেছেন তারা।

পুরো মৌসুমজুড়েই দুর্দান্ত পারফরম্যান্স করতে থাকা লেওয়ানডোস্কির পা থেকেই এসেছে বায়ার্নের শিরোপাসূচক গোলটি। ব্রেমেনের বিপক্ষে ম্যাচের ৪৩ মিনিটে তিনি ভেঙেছেন গোলের তালা, দলকে এনে দিয়েছেন শিরোপা।

চলতি লিগে এটি লেওয়ানডোস্কির ৩১তম গোল আর মৌসুমে ৪৬তম গোল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে তিনিই সবার ওপরে। বরুশিয়া ডর্টমুন্ডের তরুণ ফরোয়ার্ড হালান্ডও রয়েছেন কাছাকাছি। এছাড়া মৃদু সম্ভাবনা রয়েছে লিওনেল মেসিরও। অন্যথায় এবারের গোল্ডেন বুট পাবেন লেওয়ানডোস্কিই।

এদিকে চ্যাম্পিয়ন হয়ে গেলেও এখনই হয়তো আনুষ্ঠানিকভাবে শিরোপা হাতে তুলে দেয়া হবে না বায়ার্নের। লিগের বাকি দুই ম্যাচ খেলার পরই নিজেদের টানা অষ্টম ও সবমিলিয়ে ৩০তম শিরোপাটি হাতে নেবে তারা। বাকি দুই ম্যাচে বায়ার্নের প্রতিপক্ষ ফ্রেইবার্গ ও ওলফসবার্গ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়