খেলা ডেস্ক
প্রকাশিত: ০৪:০৭, ১৮ জুন ২০২০
আপডেট: ২০:৪৪, ১৮ জুন ২০২০
আপডেট: ২০:৪৪, ১৮ জুন ২০২০
আর্সেনালের প্রতি জয়ে ৩ হাজার গাছ লাগাবেন এই ফুটবলার
করোনার মহাআকাল কাটিয়ে তিন মাসেরও বেশি সময় পর ১৭ ই জুন (বুধবার) আবারও মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রথম দিনই মুখোমুখি দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। এবারের লিগে অবশ্য পয়েন্ট তালিকার অনেক নিচে আর্সেনাল। ২০ দলের লিগে মিকেল আর্তেতার আর্সেনাল আছে নবম স্থানে। দলের রাইটব্যাক হেক্টর বেয়েরিন লিগ আবার শুরুর আগেই অসাধারণ এক প্রতিজ্ঞা করে বসেছেন।
স্প্যানিশ এই খেলোয়াড় ওয়ান ট্রি প্লান্টেড নামের একটি বৈশ্বিক দাতব্য সংস্থাকে প্রতিশ্রুতি দিয়েছেন মৌসুমে বাকি সময়টায় আর্সেনালের প্রতিটি জয়ে ৩ হাজার গাছ লাগানোর। লিগে দলটির ম্যাচ বাকি ১০টি। প্রথম ২৮ ম্যাচে মাত্র ৯টি জয় পাওয়া গানাররা আর কতটিই বা ম্যাচ জিতবে তার কোনো ঠিক নেই। তবে বেয়েরিনের মহৎ এই উদ্যোগে গানাররা অনুপ্রেরণা হিসেবে নিতেই পারে। প্রায় নিভে যাওয়া আশার প্রদীপ জ্বালতে বেশি বেশি ম্যাচ জেতা ছাড়া উপায় নেই উত্তর লন্ডনের ক্লাবটির।
পেশাদার ক্যারিয়ারের শুরু থেকেই আর্সেনালে খেলা বেয়েরিন ওয়ান ট্রি প্লান্টেডের ওয়েবসাইটকে গাছ লাগানোর প্রতিশ্রুতির পেছনের গল্প বলেছেন, ‘আমার ছেলেবেলা কেটেছে বার্সেলোনায়। সে সময়ে দাদার সঙ্গে তাঁর বাগানে প্রচুর গাছ লাগিয়েছি। আশপাশের বনজঙ্গলেও খেলে বেড়াতাম। তাই এই ব্যাপারটা (গাছ) আমার হৃদয়ে গেঁথে আছে। যখন আমি দেখলাম ওয়ান ট্রি প্লান্টেড গাছ লাগানো ছাড়াও সমাজের জন্য আরও অনেক অসাধারণ কাজ করছে মনে হলো এদের সঙ্গে কাজ করা যায়।’
২৫ বছর বয়সী বেয়েরিন আশা করছেন তাঁর কাজ দেখে অন্যরাও এগিয়ে আসবেন গাছ লাগাতে, ‘আমি আশা করছি আমার (ফুটবল) মঞ্চ ব্যবহার করে যদি কাজটা করতে পারি অন্যরাও বুঝবে পৃথিবীর যত্ন নেওয়া নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। তাঁরা হয়তো এগিয়ে আসবে। যার ফল আমরা সবাই ভোগ করব।’
বেয়েরিনের এমন প্রতিশ্রুতিতে বৃক্ষপ্রেমিরা নিশ্চয়ই চাইবেন আর্সেনালের এমন দুঃসময়ে বাকি সবগুলো ম্যাচ না হোক, অন্তত কয়েকটি ম্যাচ জিতুক দলটি।
জেএ/আই নিউজ
আরও পড়ুন
খেলা বিভাগের সর্বাধিক পঠিত
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
সর্বশেষ
জনপ্রিয়
























