খেলা ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৭, ১৯ জুন ২০২০
আপডেট: ০৩:৪৮, ১৯ জুন ২০২০
আপডেট: ০৩:৪৮, ১৯ জুন ২০২০
টাইব্রেকারে জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়ন নাপোলি
দীর্ঘ ছয় মৌসুমের অপেক্ষার অবসান হলো নাপোলির। দিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাবটি ফেভারিট ক্রিস্টিয়ানো রোনালদোদের জুভেন্টাসকে পেনাল্টি শুটআউটে হারিয়ে চলতি মৌসুমের কোপা ইতালিয়ার শিরোপা ঘরে তুলেছে।
ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে দলটি। নাপোলি সর্বশেষ বড় কোনো শিরোপা জিতেছিল ২০১৩-১৪ মৌসুমে। এ মৌসুমে এটিই তাদের প্রথম শিরোপা।
আক্রমণ-পাল্টা আক্রমণ সত্তেও নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শুরুতেই পাওলো দিবালার শট রুখে দেন নাপোলি গোলরক্ষক অ্যালেক্স মেরেত। এরপর দানিলো মারেন উড়িয়ে। বিপরীতে জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফন পারেননি একটি শটও ঠেকিয়ে দিতে। ফল বুঝে নিতে কষ্ট হওয়ার কথা নয়! ফেভারিট ক্রিস্টিয়ানো রোনালদোদের হারিয়ে কোপা ইতালিয়ার শিরোপা জিতেছে নাপোলি।
ম্যাচের ৯০ মিনিট পার হওয়ার পর যোগ করা সময়ে নাপোলির দুটি প্রচেষ্টা অসাধারণ দক্ষতায় রুখে দিয়েছিলেন বুফন। কিন্তু পেনাল্টি শ্যুটআউটে আর জাদু দেখাতে পারেননি তিনি। এই বিশ্বকাপজয়ী তারকাকে ফাঁকি দিয়ে নাপোলির প্রথম চারটি শট নেওয়া সবাই জালের দেখা পান। লরেঞ্জো ইনসিনিয়ে, মাতেও পলিতানো, নিকোলা মাকসিমোভিচ ও আরকাদিউস মিলিক সফল স্পট-কিকে লক্ষ্যভেদ করেন।
অন্যদিকে, টাইব্রেকারে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাসে প্রথম শট নিয়ে ব্যর্থ হন দিবালা। দানিলোর ব্যর্থতার পর লিওনার্দো বোনুচ্চি ও অ্যারন রামজে মেরেতকে পরাস্ত করলেও দলের হার এড়াতে পারেননি।
যদিও ম্যাচটি নাপোলি জিতেছে টাইব্রেকারে। তবে ম্যাচে গোল করার পরিষ্কার কিছু সুযোগ তৈরি করেছিল। ৪২ বছর বয়সী জুভ গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের অসাধারণ কিছু সেভ ও নাপোলি ফরোয়ার্ডদের ব্যর্থতায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তবে সেখানে সে জাদু দেখাতে পারেননি বুফন। ৪-২ ব্যবধানের জয় নিয়ে শিরোপা হাসি হাসে নাপোলি। সিরি ‘আ’য় মাত্র দুইবার শিরোপা জিততে পেরেছে নাপোলি, সে দুইবারই তারর হাত ধরেই।
ওদিকে, ঘরে বসেই উত্তরসূরিদের জয় উদযাপন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ডিয়াগো ম্যারাডোনা। ইনস্টাগ্রামে নাপোলির জার্সি গায়ে ছবি আপলোড দিয়ে দলের জয়ে সামিল হয়েছেন তিনি। ক্যাপশন দিয়েছেন, ‘তোমাদের নিয়ে গর্বিত। চল নাপোলি।’ এরপর হ্যাসট্যাগে লিখেছেন ‘কোপা ইতালিয়া’।
টানা দুটি ফাইনাল হারলেন বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। দেড় যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে এবার প্রথম এমনটা দেখলেন এ পর্তুগিজ তারকা। গত ডিসেম্বরে লাৎসিওর সুপার কোপার ফাইনালে হারের পর আগের দিন নাপোলির কাছে হেরে কোপা ইতালিয়া জয়ের স্বাদ পাওয়া হয়নি জুভেন্টাসের। সেমি-ফাইনালে পেনাল্টি পেয়ে গোল করতে পারেননি রোনালদো।
জেএ/আই নিউজ
আরও পড়ুন
খেলা বিভাগের সর্বাধিক পঠিত
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
সর্বশেষ
জনপ্রিয়
























