Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৯, ২০ জুন ২০২০

করোনা আক্রান্তের পর ফেসবুকে যা লিখলেন মাশরাফী

ছবি: ফেসবুক থেকে নেয়া

ছবি: ফেসবুক থেকে নেয়া

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি। সুস্থতার জন্য ফেসবুকে পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন নড়াইল এক্সপ্রেস।

শনিবার বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নিজের অবস্থা জানিয়ে পোস্ট করেন মাশরাফী। সেখানে তিনি লেখেন, আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।

সবাইকে সাবধান থাকার আহ্বান জানিয়ে মাশরাফী লেখেন, আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই।

নড়াইল এক্সপ্রেস আরো লেখেন, আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি। করোনা নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়