Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:২১, ২১ জুন ২০২০

মাশরাফির সুস্থতা কামনা করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশে করোনা সংক্রমণের শুরু থেকেই অসহায় মানুষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন ক্রীড়াঙ্গনের অভিভাবক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমপি।

এরই মধ্যে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (২০ জুন) মাশরাফি নিজেই ফেসবুক স্ট্যাটাসে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। তারপরেই তার ভক্তরা উদ্বিগ্ন। ক্রীড়াঙ্গনের মানুষের প্রিয়মুখ মাশরাফির করোনাভাইরাস হওয়ায় চিন্তিত খেলাধুলার অভিভাবক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসানও।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাশরাফির সুস্থতা কামনা করে বলেছেন, ‘মহান রাব্বুল আল-আমিন আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা, সুস্থ হয়ে ফিরে আসো আমাদের সকলের প্রিয় মাশরাফি। দোয়া করি আল্লাহ তোমাকে এবং তোমার পরিবারের সবাইকে সবসময় ভাল রাখুন, আমিন।’

এখন পর্যন্ত জাতীয় ক্রিকেটারদের মধ্যে মাশরাফি বিন মর্তুজা, নাফিস ইকবাল ও নাজমুল ইসলাম অপু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়