Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৫, ২২ জুন ২০২০
আপডেট: ১৩:৪৭, ২২ জুন ২০২০

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি রাজিন্দর গোয়েল আর নেই

কখনোই খেলেন নি ভারতের জাতীয় দলে, তবুও নামের আগে চলে আসে কিংবদন্তি শব্দটি। তিনি ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি রাজিন্দর গোয়েল। রঞ্জি ট্রফির ইতিহাসে সবচেয়ে সফল বোলার।

রোববার (২১ জুন) সাবেক এই ক্রিকেটার ৭৭ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এই ক্রিকেটার।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫৭ ম্যাচ খেলে ৭৫০ উইকেট নিয়েছেন গোয়েল। ৫ উইকেট নিয়েছেন ৫৯ বার, ম্যাচে ১০ উইকেট ১৮ বার। রঞ্জি ট্রফিতে নিয়েছেন ৬৩৭ উইকেট, ঐতিহ্যবাহী এই আসরের ইতিহাসের সর্বোচ্চ।

ঘরোয়া ক্রিকেটে বছরের পর বছর অসাধারণ সাফল্যের পরও তিনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারেননি মূলত, সেই সময় বিষেন সিং বেদি খেলছিলেন বলে। বেদি সর্বকালের সেরা বাঁহাতি স্পিনারদের একজন, তার জায়গা নেওয়া ছিল কঠিন। তবে বেদি নিজেই বলছেন, গোয়েল ছিলেন দুর্ভাগা।

৪৪ বছর পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট খেলে গেছেন গোয়েল। খেলা ছাড়ার পর প্রথম শ্রেণির ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেটে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়