Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৫৭, ২৩ জুন ২০২০

করোনায় আক্রান্ত হলেন টেনিস তারকা নোভাক জকোভিচ

করোনাভাইরাসে আক্রান্ত হলেন বিশ্ব টেনিস র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা নোভাক জকোভিচ। সার্বিয়ান টেনিস তারকার ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।

জকোভিচের সঙ্গে তার স্ত্রী এলেনা রিস্টিচও করোনায় আক্রান্ত। কিন্তু তাদের সন্তানরা আক্রান্ত নয় বলে জানা গেছে। যদিও এমনটা হওয়ার আশঙ্কাই করেছিলেন অনেকেই।

করোনার কারণে বিশ্ব টেনিস সংস্থার তরফে সমস্ত টেনিস টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া হলেও নোভাক জকোভিচ সম্পূর্ণ নিজ উদ্যোগে সার্বিয়ায় একটি প্রদর্শনী টুর্নামেন্টের আয়োজন করেন ।

সেখানে খেলতে আসা খেলোয়াড় এবং কোচিং সদস্যরা একের পরে এক করোনায় আক্রান্ত হচ্ছেন। তা নিয়ে রীতিমতো কাঠগড়ায় বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা। তিনি নিজেও করোনায় আক্রান্ত কিনা তা নিয়ে আশঙ্কা ছিল।

যে শঙ্কাই এবার সত্যি হলো। আপাদত ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে জকোভিচ ও তার স্ত্রীকে । পাঁচদিন পর আবার করোনা টেস্ট করানো হবে। 

আইনিউজ/এসডিপি 

আপাতত ১৪ দিন সেলফ আইসোলেশনে থাকবেন তারকা। চিকিৎসকেরও পরামর্শ নিচ্ছেন জকোভিচত ও তার স্ত্রী। আর পাঁচদি...

Read more at: https://bangla.asianetnews.com/sports/world-number-one-tennis-star-novak-djokovic-has-contracted-the-coronavirus-sp-qcdrmr

আপাতত ১৪ দিন সেলফ আইসোলেশনে থাকবেন তারকা। চিকিৎসকেরও পরামর্শ নিচ্ছেন জকোভিচত ও তার স্ত্রী। আর পাঁচদি...

Read more at: https://bangla.asianetnews.com/sports/world-number-one-tennis-star-novak-djokovic-has-contracted-the-coronavirus-sp-qcd

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়