Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৩০, ২৪ জুন ২০২০

সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এশিয়া কাপ: পিসিবি

সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এ বছরের এশিয়া কাপ। এমনটাই জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান। সেক্ষেত্রে আসরটির আয়োজক দেশ হতে পারে সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কা।

এর আগে করোনার কারণে অনেক খেলা স্থগিত করা হয়েছে। গুঞ্জন উঠেছিল স্থগিত হয়ে থাকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি অনুষ্ঠানের জন্যও শেষ পর্যন্ত বাতিল করে দেওয়া হতে পারে এবারের এশিয়া কাপ।

এবার সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে করাচিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওয়াসিম খান জানান, “এশিয়া কাপ সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পাকিস্তান দল ২ সেপ্টেম্বর ইংল্যান্ড সফর থেকে ফিরবে। তাই আমরা সেপ্টেম্বর বা অক্টোবরে টুর্নামেন্টটি খেলতে পারব।”

“অন্যান্য বিষয়গুলো সময়ের সঙ্গে পরিষ্কার হবে। এশিয়া কাপ নিয়ে আমরা আশাবাদী। কেননা শ্রীলঙ্কায় করোনাভাইরাসের খুব বেশি সংক্রমণ নেই। তারা না পারলে, সংযুক্ত আরব আমিরাতও প্রস্তুত আছে।”

এবছরের এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে শ্রীলঙ্কাকে টুর্নামেন্টটি আয়োজনে সম্মতি আছে তাদের।

ওয়াসিম খান জানান, অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলেও ওই উইন্ডোতে খেলা কোনো সিরিজ খেলা যায় কি-না তা নিয়েও পিসিবি ভাবছে।

তিনি জানান, “ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলার পর আমরা নিউজিল্যান্ডে যেতে পারি। তিনটি টেস্ট ও কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য জানুয়ারি-ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা আমাদের এখানে সফরে আসতে প্রস্তুত।”

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়