Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:১৭, ২৫ জুন ২০২০
আপডেট: ১২:১৯, ২৫ জুন ২০২০

করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ার ২৪ ঘণ্টার পরেই নেগেটিভ হাফিজ

পাকিস্তান দলের ইংল্যান্ড সফরের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১০ ক্রিকেটারের করোনা রিপোর্ট পজিটিভের কথা জানিয়েছিল। কিন্তু একদিনের ব্যবধানে সাবেক পাকিস্তানি অধিনায়ক মোহম্মদ হাফিজ তার রিপোর্ট নেগেটিভ বলে দাবি করলেন।  

গত সোমবার তিন জনের কোভিড-১৯ পজিটিভের কথা জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডে। ইংল্যান্ড সফরের উদ্যেশে দেশ ছাড়ার পাকিস্তান ক্রিকেট দলের আরও সাত ক্রিকেটারের করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। ফলে পাকিস্তান ক্রিকেট দলে মোট ১০ জন ক্রিকেটার করোনা আক্রান্ত হলেন।

গত মঙ্গলবার যে সাত ক্রিকেটারের করোনা আক্রান্তের খবর জানানো হয়েছিল, তাদের মধ্যে ছিলেন মোহম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, ইমরান খান, মোহম্মদ হাসনাইন, ফকর জামান, মোহম্মদ রিজওয়ান, কাশিফ ভাট্টি। কিন্তু মঙ্গলবার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ হলেও গত বুধবার তা নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন হাফিজ নিজেই।

গতকাল বুধবার হাফিজ টুইটারে লেখেন, গতকাল পিসিবি পরীক্ষার প্রতিবেদনে ইতিবাচক কোভিড-১৯ এর পরীক্ষার পরে, দ্বিতীয় মতামত হিসাবে এবং সন্তুষ্টির জন্য আমি ব্যক্তিগতভাবে আমার পরিবার-সহ আবার একটি পরীক্ষা করতে গিয়েছিলাম। এখানে আমি ও আমার পরিবারের সমস্ত সদস্যের রিপোর্ট নেগেটিভ এসেছে।

আইনিউজ/টিএ

 

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়