Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:১৮, ২৬ জুন ২০২০
আপডেট: ২২:৪৪, ২৬ জুন ২০২০

২০২৩ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

২০২৩ সালের নারী ফুটবল বিশ্বকাপের আসর বসবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।  বৃহস্পতিবার ফিফা কাউন্সিলের ভোটের মাধ্যমে পরবর্তী আসরটির আয়োজক হিসেবে নির্বাচিত হয়েছে এই দুই দেশ।

তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল কলম্বিয়া। এই তালিকায় ছিল জাপান। কিন্তু ফিফার মূল্যায়ন প্রতিবেদনে তাদের অবস্থান নিচের দিকে হওয়ায় তারা নিজেদের সরিয়ে নেয়।

আগামী আসরটি অনেক দিক দিয়েই ঐতিহাসিক হিসেবে বিবেচিত হচ্ছে।  অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩২-এ। ২০১৯ সালে ফ্রান্সে অনুষ্ঠিত হওয়া সবশেষ আসরের চেয়ে যা ৮ দল বেশি। সেবার নেদারল্যান্ডসকে হারিয়ে চতুর্থ বারের মতো বিশ্বকাপ শিরোপা নিজেদের করেছিল যুক্তরাষ্ট্র।

একটা গুঞ্জন ছিল উয়েফার ইউরোপীয় প্রতিনিধিরা পক্ষ নিয়েছে কলম্বিয়ার। কিন্তু ভোটাভুটির পর তেমন হাড্ডাহাড্ডি লড়াই হয়নি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড যৌথভাবে এই স্বত্ত্ব পেয়েছে ২২-১৩ ভোটের ব্যবধানে।

২০২৩ সালে টুর্নামেন্টটি হওয়ার কথা ১০ জুলাই থেকে। পুরো টুর্নামেন্টের জন্য অস্ট্রেলিয়ায় ব্যবহৃত হবে আটটি স্টেডিয়াম। নিউজিল্যান্ডে খেলা হবে ৫টি স্টেডিয়ামে। গত আগের আসরটির আয়োজক ছিল ফ্রান্স। সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়