Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৫৬, ২৭ জুন ২০২০

কোচের ভূমিকায় এবার ধোনি

বিগত এক বছর ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে বাইরে ভারতীয় ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনি। তবে ক্রিকেটকে তিনি ছাড়েন নি। ২০১৯-২০ ঘরোয়া মৌসুমে যোগ দিয়েছিলেন ঝাড়খণ্ড ক্যাম্পে, শুরু করেছিলেন আইপিএল ২০২০ আসরের প্রস্তুতি।

এবার শোনা যাচ্ছে নতুন এক খবর। ধোনিকে এবার দেখা যাবে কোচের ভূমিকায়। মুম্বাই মিররের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেট একাডেমি শুরু করতে যাচ্ছেন ধোনি। আর্কা স্পোটর্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করবেন এই ক্রিকেটার।

একাডেমিটির পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ড্যারিল কালিনানকে। এই পরিকল্পনাটির সর্বেসর্বা হিসাবে দায়িত্ব পালন করবেন ধোনি নিজেই।

সেখানে একেবারে কেবল ক্রিকেট অনুশীলন শুরু করা ৬ থেকে ৮ বছরের শিশু থেকে শুরু করে পেশাদার তরুণ ক্রিকেটারদেরকে প্রশিক্ষণ দেয়া হবে। এই প্রকল্পটিতে আগামী ২ জুলাই থেকে যুক্ত হতে যাচ্ছেন সাবেক ভারতীয় অধিনায়ক।

আর্কা স্পোর্টসের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা প্রায় ২০০ এর বেশি কোচদেরকে প্রশিক্ষণ দিয়েছি। এবার ক্রিকেটারদেরকে কোচিং করানো শুরু করব, আগামী ২ জুলাই থেকে। কোচ প্যানেলসহ প্রকল্পের প্রধান হিসাবে থাকছেন মহেন্দ্র সিং ধোনি। তারা মাঠে কীভাবে কী করেন এসব সম্পর্কে প্রথমে তরুণ ক্রিকেটারদেরকে অবগত করবেন ও শিখাবেন।”

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়