Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:১৮, ২৭ জুন ২০২০

করোনা আক্রান্ত হলেন আর্জেন্টিনার সাবেক কোচ কার্লোস

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আর্জেন্টিনাকে ১৯৮৬ সালে ফুটবল বিশ্বকাপ জেতানো কোচ কার্লোস বিলারদো । ৮২ বছর বয়সী বিলারদোর অবশ্য অনেক দিন ধরেই মস্তিষ্কের সমস্যায় ভুগছেন। যে নার্সিং হোমে তিনি থাকেন সেখানে আরও ১০ জনের শরীরে কভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তারা জানিয়েছে, কার্লোস বিলারদো আক্রান্ত হলেও তার কোনো শারীরিক উপসর্গ নেই ।

কঠিন এই সময়ে নিজেদের সাবেক খেলোয়াড় ও কোচ বিলারদোর পাশে দাঁড়িয়েছে ক্লাব লা প্লাতার ক্লাব এস্তুদিয়ান্তেস। শুক্রবার এক টুইট বার্তায় ক্লাবটি লিখেছে, “কার্লোস (বিলারদো) এই লড়াইয়ে আমরা তোমার সঙ্গে আছি!”

আর্জেন্টিনা জাতীয় দলকে ১৯৮২-৯০ সময়ে কোচিং করিয়েছেন বিলারদো। ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনাকে নিয়ে দেশকে এনে দেন বিশ্বকাপ। ১৯৯০ সালে ইতালিতে বিশ্বকাপের পরের আসরে পশ্চিম জার্মানির কাছে রানার্স-আপ হয় তার দল।ফুটবলে খেলোয়াড় ও কোচ হিসেবে বেশি আলোচিত হলেও বিলারর্দো কিন্তু একজন চিকিৎসকও।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়