খেলা ডেস্ক
প্রকাশিত: ০০:৩৫, ২৮ জুন ২০২০
আপডেট: ০০:৩৭, ২৮ জুন ২০২০
আপডেট: ০০:৩৭, ২৮ জুন ২০২০
জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
গতপরশু আলিয়াঞ্জ স্টেডিয়ামে রাতের ম্যাচে সিরি ‘আ’ পয়েন্ট টেবিলে ১৮তম থাকা দল লিসেকে ৪-০ গোলের ব্যবধানে ঊড়িয়ে দিল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস।
ম্যাচে ইতালিয়ান চ্যাম্পিয়নদের হয়ে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, পাওলো দিবালা, গঞ্জালো হিগুয়াইন ও মাটাইস ডি লিখট।
গত অক্টোবরে ঘরের মাঠে জুভেন্টাসকে ১-১ গোলে রুখে দেওয়া লেসের শুরুটা ছিল দারুণ। তবে প্রথমার্ধের ৩১ মিনিটে ফাবিও লুসিওনি ফাউল করে লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হলে আর পথে ফিরতে পারেনি লিসে। প্রথমার্ধ কোনোভাবে কাটিয়ে দিলেও দ্বিতীয়ার্ধে জুভদের আর ঠেকিয়ে রাখতে পারেনি তারা। ৫৩ থেকে ৮৫ মিনিটের মধ্যে চার গোল হজম করে বসে দলটি।
জুভেন্টাস ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো নিজে গোল করার পাশাপাশি করিয়েছেন সতীর্থদের দিয়েও। ৫৩ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে গোল করেন পাওলো দিবালা। জুভেন্টাসের ঘরের মাঠে এটি ছিল আর্জেন্টাইন তারকার ৫০তম গোল। ৯ মিনিট পর লিসের বক্সে ফাউলের শিকার রোনালদো। পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ তারকা। এ মৌসুমে ২৩তম গোল করলেন তিনি। ইতালির শীর্ষস্থানীয় লিগে এ পর্যন্ত ২১টি আলাদা দলের মুখোমুখি হয়েছেন পর্তুগিজ রোনালদো। যার মধ্যে ২০টির বিপক্ষেই জালের দেখা পেয়েছেন সিআর সেভেন।
৮৩ থেকে ৮৫ মিনিট পর্যন্ত ঝড় বয়ে যায় লিসের ওপর দিয়ে। ৮৩ মিনিটে দুর্দান্ত ব্যাক হিলে গঞ্জালো হিগুয়েনকে দিয়ে গোল করান রোনালদো। দিবালার গোলের নেপথ্যেও ছিল রোনালদোর পাস। প্রথমার্ধে একটি গোলের সুযোগ নষ্টও করেন তিনি। ৮৫ মিনিটে ডগলাস কস্তার পাস থেকে ম্যাচের শেষ গোলটি ম্যাথিয়াস ডি লিখটের।
সিরি ‘আ’ মাঠে ফেরার পর টানা দ্বিতীয় জয় পেল জুভেন্টাস। গত সোমবার বোলোনিয়াকে ২-০ গোলে হারানো দলটি আপাতত এগিয়ে গেছে ৭ পয়েন্টে। ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল জুভেন্টাস। ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে লাৎসিও।
জেএ/আই নিউজ
আরও পড়ুন
খেলা বিভাগের সর্বাধিক পঠিত
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
সর্বশেষ
জনপ্রিয়
























