খেলা ডেস্ক
প্রকাশিত: ০৩:১০, ২৮ জুন ২০২০
সেল্টার সাথে ড্র করলো মেসির বার্সা
শিরোপার দৌঁড়ে টিকে থাকতে আজ রাতে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয় ম্যাচটি।তবে বার্সা ভক্তদের হতাশ করে ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হয়।
এই ড্রতে লিগে রিয়াল মাদ্রিদকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিল বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধে ১০ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করে বার্সা। তবে ২০ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন লুইস সুয়ারেজের। ডি-বক্সের বাইরে থেকে মেসির বুদ্ধিদীপ্ত ফ্রি কিক কাজে লাগান তিনি।
এরপরও মাঝমাঠে নিষিদ্ধ বুসকেটস ও জুভেন্টাসে যাওয়ার অপেক্ষায় থাকা আর্থুরের পরিবর্তে রিকি পুচ ও ইভান রাকিতিচের উপস্থিতি বার্সেলোনার খেলায় বাড়তি গতি এনে দিয়েছিল। ৪০ মিনিটে সেল্টার রক্ষণকে দর্শক বানিয়ে গোলটা পেয়েই যাচ্ছিলেন মেসি। কিন্তু পুরো কাজটা ঠিকভাবে করে শেষটা পূর্ণতা দিতে পারেননি। চমৎকার ড্রিবলিংয়ের সঙ্গে মানানসই শট নিতে পারেননি বলে ব্যবধান বাড়েনি বার্সার।
বিরতির পরই ম্যাচে ফেরে স্বাগতিকেরা। বার্সা মিডফিল্ডের কাছ থেকে এক সতীর্থ বল কেড়ে নেওয়ার পর সেটা পান সেল্টা অধিনায়ক আসপাস, তাঁর থ্রু পাস ধরে ছুট লাগান ওকে ইয়োকুস্লু। টের স্টেগেনকে এক দিকে টেনে এনে পাস দেন স্মোলভকে। ফাঁকা পোস্টে বল পাঠাতে ভুল হয়নি এই স্ট্রাইকারের।
৪৯ মিনিটে ম্যাচে এই গোলে সমতা ফেরার পর দুই দলই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু কোনোটিই কাজে লাগাতে পারেনি কোনো দল। ৬৭ মিনিটে বার্সা এগিয়ে গিয়েছে প্রতিপক্ষের ভুলে। বার্সার আক্রমণ আটকে ফেলেও বল ক্লিয়ার করতে পারেনি সেল্টার রক্ষণ। উলটো বল চলে আসে মেসির পায়ে। মেসির পা ঘুরে বল সুয়ারেজের কাছে পৌছাতেই আবার এগিয়ে গেল বার্সেলোনা।
ম্যাচ যখন এ স্কোর লাইনেই শেষ হবে মনে হচ্ছিল, বল নিজেদের দখলে রেখে সময় নস্ট করার জন্য পুচকে তুলে নিয়ে আর্থুরকেও নামান কোচ সেতিয়েন। তখনই চমক! ৮৭ মিনিটে সাবেক বার্সেলোনা খেলোয়াড় রাফিনহাকে ডি-বক্সের বাইরে ফাউল করে বসেন পিকে। ফ্রি কিক নেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন বার্সা একাডেমির আরেক অবদান ডেনিস সুয়ারেজ। এ কারণে বার্সার মানব দেয়ালটা ডান পোস্ট পর্যন্ত আড়াল করেই খুশি ছিল। কিন্তু বাঁ পায়ের আসপাসের বাঁকানো শট মানবদেয়ালের বাঁ পাশ ঘুরে দারুণ এক বাঁক নিয়ে পোস্ট ঘেষে ঠিকই আশ্রয় নিয়েছে জালে। নিজের ডিফেন্ডারদের কারণে বলই দেখতে পাননি বার্সা গোলরক্ষক টের স্টেগেন।
৯৪ মিনিটে ৩-২ করেই ফেলেছিলেন বার্সেলোনার আরেক সাবেক খেলোয়াড় নোলিতো। সেই ডেনিসের পাস থেকে নেওয়া শটটা লাইন থেকে ফিরিয়ে দেন টের স্টেগেন।
এক ম্যাচ বেশি খেলে রিয়ালের চেয়ে এক পয়েন্ট এগিয়ে আছে বার্সেলোনা। ৩২ ম্যাচে বার্সার পয়েন্ট ৬৯, ৩১ ম্যাচে রিয়ালের ৬৮। লিগে দুদলের পয়েন্ট সমতা থাকলে ব্যবধান হয় মুখোমুখি লড়াইয়ের হিসাবে, তাতে এগিয়ে আছে রিয়ালই।
জেএ/আই নিউজ
আরও পড়ুন
খেলা বিভাগের সর্বাধিক পঠিত
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
সর্বশেষ
জনপ্রিয়
























