Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

খেলা ডেস্ক

প্রকাশিত: ০৩:৪৮, ২৮ জুন ২০২০

ফিফার নিকট হতে ৮ কোটি টাকা পাচ্ছে বাফুফে

করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বের ফুটবল আর্থিক ক্ষতির সম্মুখীন। অনিশ্চয়তার কালো মেঘ ফুটবল দুনিয়ার আকাশে। এ অবস্থায় ফিফা সকল সদস্যদেশের ফুটবলে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে প্রায় ৮ কোটি টাকার মতো অনুদান পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শনিবার (২৭ জুন) এ তথ্য জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেন, ফিফা পুরো টাকা একবারে দেবে না, দুই ভাগে ভাগ করে দেবে।

তিনি আরো বলেন, ‘করোনার কারণে ফুটবল বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। সে কারণেই ফিফা সকল সদস্যদেশকে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারই অংশ হিসেবে বাংলাদেশকে ১০ লাখ ডলার দেবে ফিফা।

তবে টাকাটা দেওয়া হবে দুই দফায়। আগামী মাসে প্রথম দফার টাকা দেওয়া হবে। আর আগামী বছর জানুয়ারি নাগাদ দেওয়া হবে দ্বিতীয় দফার টাকা।’

এই অর্থটা যাতে সঠিকভাবে ব্যয় হয় সেটার নজরদারি করবে ফিফা। এছাড়াও নারী ফুটবলের জন্য আরও ৫ লাখ ডলার দেবে ফিফা। তবে তা ঋণ হিসেবে দেওয়া হবে।

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়