Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:০৯, ১ জুলাই ২০২০
আপডেট: ১৫:১৩, ১ জুলাই ২০২০

মেসির ৭০০ গোলের মাইলফলক

নিজের ক্যারিয়ারের দারুণ এক মাইলফলকে পৌঁছেছেন বার্সা অধিনায়ক লিওয়েন মেসি। ইতিহাসের সপ্তম ফুটবলার হিসাবে ক্লাব ও জাতীয় দলের জার্সিতে ৭০০তম গোল করার অনন্য রেকর্ড গড়লেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

মঙ্গলবার রাতে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয়ার্ধের ৫০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন বার্সেলোনার এই প্লেমেকার।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পেশাদার ক্যারিয়ারের ১৬তম বছরে এসে বিরল এই অর্জনের স্বাদ নিতে তাকে খেলতে হয়েছে মোট ৮৬২টি ম্যাচ।

গেল ১৭ জুন লেগানেসের বিপক্ষে ৬৯৯তম গোলটি করেছিলেন মেসি। সেদিনও স্পট-কিক থেকেই লক্ষ্যভেদ করেছিলেন। পরে টানা তিনটি ম্যাচে গোল বঞ্চিত ছিলেন। সেভিয়া, অ্যাতলেতিক বিলবাও ও সেলতা ভিগোর বিপক্ষে গোল না পাওয়ায় অপেক্ষা বাড়ে। অবশেষে জালের ঠিকানা খুঁজে নিয়েছেন ক্ষুদে জাদুকর খ্যাত তারকা। কীর্তির মুকুটে যোগ করেছেন নতুন পালক।

ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসি বার্সেলোনার হয়ে করেন ৬৩০তম গোল, ক্লাবের হয়ে ৭২৪তম ম্যাচে। ক্লাব ফুটবল ক্যারিয়ারে ম্যাচ প্রতি তার গোলের হার দশমিক ৮৭ শতাংশ। বাকি ৭০টি গোল তিনি করেছেন জাতীয় দলের হয়ে।

আনুষ্ঠানিকভাবে সাতশর বেশি গোল করা অন্যরা হলেন জোসেফ বিকান (৮০৫ গোল), রোমারিও (৭৭২), পেলে (৭৬৭), ফেরেঙ্ক পুসকাস (৭৪৬), গার্ড মুলার (৭৩৫) ও ক্রিশ্চিয়ানো রোনালদো (৭২৯)।

এখন পর্যন্ত ক্যারিয়ারের ৮৬২ ম্যাচ খেলে মেসি করেছেন ৭০০ গোল। এরমধ্যে রয়েছে ৫৪টি হ্যাটট্রিক। গোলে সহায়তা করেছেন ২৯৩ বার। প্রাপ্তির খাতায় যোগ করেছেন ৩৪ টি ট্রফি। বিনিময়ে পেয়েছেন ৬ টি ব্যালন ডি অর, ৬ টি ইউরোপিয়ান গোল্ডেন বুট। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়