Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

খেলা ডেস্ক

প্রকাশিত: ০৩:০৭, ২ জুলাই ২০২০

ভারতের কাছে বিশ্বকাপ বিক্রির অভিযোগে পুড়ছেন লঙ্কান ক্রিকেটাররা

২০১১ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হারটা কিছুতেই মানতে পারেননি শ্রীলঙ্কার সাবেক ক্রীড়া মন্ত্রী মাহিন্দানন্দ আলুথগামাগে। ক’দিন আগে অভিযোগ করে বলেন, ‘২০১১ বিশ্বকাপ আমরা বিক্রি করে দিয়েছিলাম।’

ম্যাচ পাতানোর সন্দেহ থেকে এরই মধ্যে শ্রীলঙ্কান পুলিশ তদন্তে নেমে পড়েছে। একে একে ওই সময়ের নির্বাচক কমিটির চেয়ারম্যান অরবিন্দ ডি সিলভা, অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে পুলিশের জেরার মুখে পড়তে হয়েছে। এবার পুলিশের জেরার মুখে পড়েছেন শ্রীলঙ্কান ওপেনার উপুল থারাঙ্গা। ডি সিলভাকে নাকি ৬ ঘণ্টা ধরে জেরা করেছে পুলিশ!

শ্রীলঙ্কা পুলিশের বিশেষ তদন্ত ইউনিট (এসআইইউ) আজ তাকে ডেকে পাঠিয়েছিল। প্রায় দুই ঘণ্টার জেরা শেষে গণমাধ্যমের সামনে বিস্তারিত কিছু বলতে চাননি থারাঙ্গা। শুধু বলেছেন, ‘ওরা আমাকে চলমান তদন্তের সূত্র ধরেই কয়েকটা প্রশ্ন করেছিল। আমি আমার বিবৃতি দিয়েছি।’

এসআইইউয়ের প্রধান জগথ ফনেসকা জানিয়েছেন, থারাঙ্গার জেরার পর আর কাকে ডেকে নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তদন্তকারী কর্মকর্তারা

ওদিকে শ্রীলঙ্কার তৎকালীন নির্বাচকদের চেয়ারম্যান অরবিন্দ ডি সিলভা তো বলেছেন, ক্রিকেটের স্বার্থে এবং শচীন টেন্ডুলকারের একমাত্র বিশ্বকাপ জয়ের অর্জনকে অক্ষুণ্ন রাখতে এই বিষয়টির সুষ্ঠু তদন্ত করা হোক।

সাবেক ক্রীড়া মন্ত্রী আলুথগামাগে গত মাসে এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার মনে হয় এখন এই বিষয়ে আমি কথা বলতে পারি। আমি খেলোয়াড়দের জড়াচ্ছি না কিন্তু কেউ কেউ হয়তো জড়িত ছিল।’

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেদিনের ফাইনালে ২০ বলে মাত্র ২ রান করেছিলেন থারাঙ্গা। ম্যাচে প্রথম ব্যাট করে ৬ উইকেটে ২৭৪ রান করে শ্রীলঙ্কা। ২৭৫ রান তাড়া করতে নেমে ১০ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় মহেন্দ্র সিং ধোনির ভারত। তিন নম্বরে ব্যাট করতে নেমে গৌতম গম্ভীর করেছিলেন ভারতের ইনিংসের সর্বোচ্চ ৯৭ রান। অধিনায়ক ধোনি দ্বিতীয় সর্বোচ্চ ৯১ রান করে অপরাজিত ছিলেন।

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়